শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৮, ০৫:৩০ সকাল
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৮, ০৫:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোলারি স্থায়ীভাবে কোচের দায়িত্ব পাচ্ছেন রিয়ালের

স্পোর্টস ডেস্ক: চার ম্যাচ, চার জয়, ক্লিনশিট তিনটি- এই হল অন্তর্বতীকালীন কোচ সান্তিয়াগো সোলারির অধীনে রিয়াল মাদ্রিদের পরিসংখ্যান। হুলেন লোপেতিগ ছাঁটাই হওয়ার পর বেশ কঠিন সময়ে দায়িত্ব নিয়েছিলেন তিনি। তবে পরিস্থিতি সামলেছেন বেশ দক্ষতার সঙ্গেই। লেটার মার্ক পেয়ে পাস করা সোলারিকে তাই স্থায়ীভাবে নিয়োগ দিতে চাইছে মাদ্রিদ জায়ান্টরা।

স্প্যানিশ গণমাধ্যমের খবর, সোলারিকে স্থায়ী কোচ বানানোর সব প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে রিয়াল। স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন (আরএফইএফ) জানিয়েছে, তাদের কাছে ইতোমধ্যেই প্রয়োজনীয় কাগজ-পত্র জমা দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

গত অক্টোবরে চিরশত্রু বার্সেলোনার মাঠে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর বরখাস্ত হন লোপেতেগি।বিশ্বকাপ শুরুর আগচুহূর্তে রিয়ালের দায়িত্ব পেয়েছিলেন এই স্প্যানিয়ার্ড। এরপর ‘বি’ দলের কোচ সোলারির কাঁধে দায়িত্ব তুলে দেয় রিয়াল। তবে স্প্যানিশ ফুটবলের আইনানুযায়ী দুই সপ্তাহের বেশি কেউ অন্তর্বতীকালীন কোচের দায়িত্বে থাকতে পারবেন না। সোলারি বেঁধে দেয়া সময় পার করে ফেলেছেন। কাজেই স্থায়ীভাবে এখন কাউকে না কাউকে নিয়োগ দিতেই হবে রিয়ালকে।

কে হবেন স্থায়ী সমাধান? গত চার ম্যাচে যে জাদু দেখিয়েছেন সোলারি এরপর আর অন্য কারোর কথা ভাবেনি রিয়াল। তবে ঠিক কত দিনের জন্য এই আর্জেন্টাইনকে কোচ বানাচ্ছে সেটা জানা যায়নি এখনও। শিগগিরই ঘোষণা আসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়