শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৮, ০৫:১৬ সকাল
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৮, ০৫:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসিয়াকে আশ্রয় দিতে পাকিস্তানের সাথে আলোচনায় কানাডা

সান্দ্রা নন্দিনী : পাকিস্তানে ব্লাসফেমি আইনে মৃত্যুদ-প্রাপ্ত খ্রিস্টান নারী আসিয়া বিবিকে আশ্রয় দিতে আগ্রহ প্রকাশ করেছে কানাডা। তাকে আশ্রয় দিতে পাকিস্তান সরকারের সাথে বিষয়টি নিয়ে আলোচনাও শুরু করেছে দেশটি।

প্রসঙ্গত, আটবছর মৃত্যুদ-াদেশে থাকার পর গত ৩১ অক্টোবর পাকিস্তানের সুপ্রিমকোর্টের আদেশে কারাগার থেকে মুক্ত হন আসিয়া। তবে, তার মুক্তির পর পাকিস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু করে দেশটির মৌলবাদীরা। নিরাপত্তার ঝুঁকি থাকায় তার আইনজীবী সাময়িক আশ্রয়ে নেদারল্যান্ডস আছেন বলে জানা গেলেও, আসিয়া বর্তমানে কোথায় আছেন এখনও তা প্রকাশ করেনি পাকিস্তান সরকার। আসিয়ার স্বামী জানান, তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার কাছে আশ্রয় প্রার্থনা করেছেন।

সোমবার ফ্রান্স সফররত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক সাক্ষাৎকারে এএফপি’কে নিশ্চিত করে বলেন, আসিয়াকে কানাডায় আশ্রয় দিতে ইতোমধ্যেই কাজ শুরু করেছে তার সরকার। তিনি বলেন, বিষয়টি নিয়ে বেশ জটিলতা রয়েছে বলে এখনই সবকিছু খোলাখুলিভাবে বলতে না পারলেও আপাতত এটুকুই বলতে পারি, কানাডা সকলকেই স্বাগত জানায়।

এর পাশাপাশি, কানাডার বিরোধীদল কনজার্ভেটিভ পার্টিও ট্রুডোকে আসিয়া বিবিকে আশ্রয় দিতে অনুরোধ জানিয়ে বলেছে, তারা আশা করে আসিয়ার পরিবারকে কানাডায় আশ্রয় দিতে প্রয়োজনীয় সবকিছুই ট্রুডো করবেন। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়