শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৮, ০৫:৪৫ সকাল
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৮, ০৫:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূতের বৈঠক

তরিকুল ইসলাম : সোমবার রাষ্ট্রিয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে বৈঠক করেন ঢাকা সফররত মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনার। বৈঠক শেষে বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনারের কাছে প্রত্যাবাসন নিয়ে
গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীও কোনো মন্তব্য করেননি।

কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকে আসন্ন রোহিঙ্গা প্রত্যাবসন নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। মিয়ানমার কতটা প্রস্তুতি ও আন্তরিকতার সাথে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চাইছে সে বিষয়ে বাংলাদেশের মতামত জানতে চেয়েছে জাতিসংঘ।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বুধবার (৭ নভেম্বর) বাংলাদেশ সফরে আসেন মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত। ঢাকা এসেই গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ক্রিস্টিন এস বার্গনারের সন্মানে ভোজের আয়োজন করা হয় রাষ্ট্রিয় অতিথি ভবনে। সফরের পুরোটা সময় কটিয়েছেন কক্সবাজার রোহিঙ্গা শিবিরে।

রোহিঙ্গাদের বিভিন্ন ব্লক ঘুরে দেখাসহ তাদের দু:খ-দুর্দশার কথা শুনেন। আগামী ১৫ নভেম্বর থেকে প্রথম ধাপে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ও মিয়ানমার। তার আগেই জাতিসংঘ রোহিঙ্গা পরিস্থিতি দেখতে ঢাকায় পাঠালো ক্রিস্টিন এস বার্গনারকে। মূলত তিনি প্রত্যাবাসনের মাঠ পর্যায়ের প্রস্তুতি নিয়ে জাতিসংঘে পর্যবেক্ষণ তুলে ধরবেন। এর আগে গত জুলাইয়ে সর্বশেষ ঢাকা সফর করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়