শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৮, ০৪:৫১ সকাল
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৮, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনে চমক দেখাতে পারে বিএনপি, অপেক্ষায় দেশের মানুষ!

রাশেদ কামাল: বিএনপির একাধিক সূত্র বলছে, বিএনপি ও ঐকফ্রন্ট জোট পাঁচটি কারণে নির্বাচনে চমক দেখাতে পারে পারে। সেক্ষেত্রে এই নির্বাচন হবে নাটকীয়তায় ভরা। যে পাঁচটি কারণে বিএনপি নির্বাচনে যাওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে সেগুলো হলো: বিএনপি মনে করছে, বিএনপি নির্বাচনে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন কমিশন তার অবস্থান পরিবর্তন করবে। বর্তমানে নির্বাচন কমিশন যেমন সরকারের পক্ষপাতদুষ্ট একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে, সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপি নির্বাচনে গেলে নির্বাচন কমিশনে সাহস তৈরি হবে এবং তখন নির্বাচন কমিশনের চেহারা পাল্টে যাবে। নির্বাচন কমিশনের সদস্যদের সঙ্গে বিএনপির একাধিক নেতার যোগসূত্র রয়েছে। নির্বাচন কমিশনের একাধিক সদস্য বিএনপিকে আশ^স্ত করেছে, বিএনপি নির্বাচনে গেলেই অবস্থা পাল্টে যাবে। তখন নির্বাচন কমিশন অন্য চেহারায় আসবে। দুই. বিএনপি নির্বাচনে যাওয়ার সঙ্গে সঙ্গেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের একটি বড় অংশ এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন মহলে নিরপেক্ষতা চলে আসবে। সেখানে যারা বিএনপিপন্থী হিসেবে পরিচিত আছেন, যারা নিষ্ক্রিয় ও চুপচাপ আছেন তারা সক্রিয় হবেন এবং বিএনপির পক্ষে যাবেন।

তিন. অনেকে মনে করছে, বর্তমান সরকারের বিরুদ্ধে সারাদেশের মানুষের যে চাপা ক্ষোভ ও অনাস্থা রয়েছে, তাতে বিএনপি নির্বাচনে গেলেই জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে উঠবে। ভোটের মাধ্যমে মানুষ সরকারের সমস্ত অনিয়ম, অনাচার ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে জবাব দেওয়ার চেষ্টা করবে।

চার. মনে করা হচ্ছে, বেগম খালেদা জিয়ার আটক ও বিএনপি নেতা-কর্মীদের আটকের ফলে জনগণের মধ্যে একধরনের আবেগ তৈরি হয়েছে। খালেদা জিয়ার মুক্তির জন্যই জনগণ বিএনপিকে ভোট দেবে। নিপীড়িত, নির্যাতিত ও ভুক্তভোগীদের পক্ষে অবস্থান করা হলো বাংলাদেশের মানুষের একটা স্বাভাবিক প্রবণতা। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে খালেদা জিয়ার মুক্তির ইস্যুকে কেন্দ্র করে তারা একটি জোয়ার সৃষ্টি করতে পারবে বলে মনে করছে ।

পাঁচ. আওয়ামী লীগের মধ্যে যে কোন্দল, বিভক্তি ও অসঙ্গতি রয়েছে, এর কারণে আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে পারবে না বলেই বিএনপির ধারণা। সেক্ষেত্রে এই নির্বাচন বিএনপির জন্য ইতিবাচক ফলাফল নিয়ে আসবে। পাশাপাশি বিএনপি মনে করছে, যদি জাতীয় ঐক্যফ্রন্ট এবং ২০-দলীয় জোট একসঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, সেক্ষেত্রে তারা এবারের নির্বাচনে সবাইকে চমকে দিতে পারে। বিএনপি এবারের নির্বাচনকে ’৯১ সালের নির্বাচনের সঙ্গে তুলনা করছে। সে নির্বাচনে সবাই প্রাথমিকভাবে ধারণা করেছিলো, আওয়ামী লীগ জয়ী হয়ে ক্ষমতায় আসীন হবে। কিন্তু জনগণের নীরব ভোটে বিএনপি ক্ষমতায় আসে। সেই পরিপ্রেক্ষিতেই বিএনপি মনে করছে, এবারের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলে, তাদের পক্ষেই ভোট বিপ্লব ঘটবে।

লেখক : দপ্তর সম্পাদক, শেরেবাংলা নগর থানা বিএনপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়