Skip to main content

যুক্তরাষ্ট্রের সেরা ৫ সংবাদভিত্তিক টিভি চ্যানেল

আসিফুজ্জামান পৃথিল : বর্তমান সময়ে ইলেক্ট্রনিক গণমাধ্যমকেই মূলত গণমাধ্যমের মানদ- ধরা হয়। সারা বিশে^ সবচেয়ে বেশি সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল রয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে সংবাদভিত্তিক কয়েকশ চ্যানেল থাকলেও, জনপ্রিয়তার শীর্ষে রয়েছে মাত্র ৫-৬টি টেলিভিশন গ্রুপ। দর্শকপ্রিয়তা এবং টেলিভিশন দর্শকদের কাছে পৌঁছানোর ক্ষমতার ভিত্তিতে এই তালিকায় সবার ওপরে রয়েছে এনবিসি। এ তালিকার শীর্ষ ৫-এ থাকা বাকি ৪টি সংবাদভিত্তিক টেলিভিশন চ্যঅনেল হলো সিবিএস, এবিসি, ফক্স এবং সিডাব্লিউ। অবিশ^াস্য হলেও সত্য সেরা ৫ এ নেই সিএনএন এর মতো বিশ^জুড়ে জনরপ্রিয় টেলিভিশন নেটওয়ার্কের নাম। অর্থাৎ বিশ^জুড়ে সমাদৃত হলেও মার্কিনীদের কাছে ততটা জনপ্রিয় নয় সিএনএন।   এনবিসি : ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল ব্রডকাস্টিং কোম্পানি এনবিসি। এর মালিকানা প্রতিষ্ঠান এনবিসি ইউনিভার্সাল। যার মূল কোম্পানি কমকাস্ট। নিউইয়র্কের ৩০ রকফেলার প্লাজায় অবস্থিত এ টেলিভিশন নেটওয়ার্কের সংযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের ৯৭ শতাংশ টেলিভিশনে। প্রতিদিন গড়ে সাড়ে ১১ কোটি মার্কিন দর্শক এই টেলিভিশন চ্যানেলটি দেখে থাকেন। সিবিএস : ১৯৪১ সালে প্রতিষ্ঠিত হয় কলম্বিয়া ব্রডকাস্টিং সিস্টেমস বা সিবিএস। এর মালিকানা প্রতিষ্ঠান সিবিএস কর্পোরেশন। এটির সদর দপ্তরও নিউইয়র্কে। এই নেটওয়ার্কেরও সংযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের ৯৭ শতাংশ টেলিভিশনে। প্রতিদিন গড়ে সাড়ে ১১ কোটি মার্কিন দর্শক এই টেলিভিশন চ্যানেলটি দেখে থাকেন। এবিসি : ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রভিত্তিক আমেরিকান ব্রডকাস্টিং কোম্পানি বা এবিসি। কট্টর জাতীয়তাবাদি এ টেলিভিশন নেটওয়ার্কের বর্তমান মালিক ডিজনি-এবিসি টেলিভিশন গ্রুপ। ডিজনি এর মালিকানায় আসার পর থেকে অবশ্য কোম্পানিটি কিছুটা মধ্যপন্থা দেখাচ্ছে। এর সদরদপ্তর নিউইয়র্কের ম্যানহাটনে। প্রতিদিন গড়ে সাড়ে ১১ কোটি মার্কিন দর্শক এই টেলিভিশন চ্যানেলটি দেখে থাকেন। এই নেটওয়ার্কেরও সংযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের ৯৭ শতাংশ টেলিভিশনে। ফক্স : কট্টর শেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী এই টেলিভিশন চ্যানেলটিকে ধরা হয় রিপাবলিকানদের পাওয়ার হাউজ। ১৯৮৬ সালে টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফক্সের সাবসিডারি হিসেবে এই নেটওয়ার্কটি চালু হয়। এর মালিক মিডিয়া মোগল রুপার্ড মারডক। এই নেটওয়ার্কের হেডকোয়ার্টার লসঅ্যাঞ্জেলস এর হলিউডে। এই নেটওয়ার্কেরও সংযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের ৯৭ শতাংশ টেলিভিশনে। প্রতিদিন গড়ে সাড়ে ১১ কোটি মার্কিন দর্শক এই টেলিভিশন চ্যানেলটি দেখে থাকেন। সিডাব্লিউ : তুলনামূলক নবীন এই চ্যানেলটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। খুব অল্প সময়েই এই নেটওয়ার্কটি পেয়েছে তুমুল জনপ্রিয়তা। এর সাবেক মালিক সিএনএন এর মালিক প্রতিষ্ঠান ওয়ার্নঅরব্রস। বর্তমানে এর মালিকানায় রয়েছে সিবিএস কর্পেঅরেশন। সিবিএস এবং ওয়ার্নার ব্রসের নাম মিলিয়েই এর নাম সিবি রাখা হয়েছে। নিউইয়র্কে অবস্থিত এই নেটওয়াকুিটর সংযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের ৯৫ শতাংশ টেলিভিশনে। প্রতিদিন গড়ে সোয়া ১১ কোটি দর্শক এ টেলিভিশনটি দেখে থাকেন।

অন্যান্য সংবাদ