শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৮, ০৩:২৭ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৮, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইভিএমে ভোট কারচুপি হতে পারে কিভাবে, মেলায় দর্শনার্থীদের প্রশ্ন

সাইদ রিপন : বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রদর্শনী চলছে। মেলায় দর্শনার্থীরা হাতে-কলমে সব কিছু বোঝার পরে বেশির ভাগ দর্শনার্থীই প্রশ্ন করে এর মাধ্যমে কিভাবে ভোট কারচুপি হবে। সোমবার ইভিএম প্রদর্শনী মেলা ঘুরে দর্শনার্থীদের কাছ থেকে এ প্রতিক্রিয়া জানা গেছে।

সংশ্লিষ্টরা জানিয়েছে, ভোটারের আঙুলের ছাপ (ফিঙ্গার প্রিন্ট) এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর দেয়ার সঙ্গে তার ছবি দেখা যাবে কম্পিউটারে। কাজেই একজনের ভোট অন্য জন দেওয়ার সুযোগ নেই। একজন একবার ভোট দিয়ে গেলে কম্পিউটারে সেই তথ্য থেকে যায়। জালিয়াতি করার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে। মেলায় ঘুরতে আসা এক দর্শনার্থী বলেন, ইভিএমে ভোট দেয়ার জন্য এসেছি। আঙ্গুলের ছাপ দিতেই আমার পরিচয়, বয়স, ঠিকানা ও এনআইডি নাম্বার কম্পিউটারে চলে এসেছে। তারপর ভোট দিলাম।

পরবর্তীতে আবার ভোট দিতে গেলাম তখন কম্পিউটারের স্ক্রিনে দেখালো আপনার ভোট সম্পন্ন হয়েছে। আরেকজন দর্শনার্থী বলেন, ইভিএমে ভোট দিয়ে কোন অসঙ্গতি পেলাম না। আমি পছন্দের মার্কায় ভোট দিয়েছি। খুব সহজ পদ্ধতি মনে হয়েছে আমার কাছে। অন্য আরেকজন বলেন, আমার কাছে এনআইডি কার্ড নেই কিন্তু আঙ্গুলের ছাপ দিতেই আমার সব তথ্য চলে এসেছে। কার্ড ছাড়াই ভোট দিলাম। আমার মনে হয় না ইভিএমে কারচুপির সুযোগ আছে।

নির্বাচন কমিশনের এক কর্মকর্তা বলেন, প্রদর্শনীতে আসা দর্শনার্থীদের অনেকেই প্রশ্ন করেছেন এনআইডি কার্ড হারিয়ে গেলে বা সঙ্গে আনতে ভুলে গেলে ভোটার কি করবে। আমরা আঙুলের ছাপ নিয়ে দেখিয়ে দিয়েছি কিভাবে ভোটার শনাক্ত করা যাবে। বিকেল ৩টা থেকে শুরু হওয়া ইভিএম প্রদর্শনীতে দর্শনার্থীদের জন্য খোলা হয়েছে ২০টি বুথ। যেখানে রয়েছে ৪০টি ইভিএম। এগুলো পরিচালনার জন্য রয়েছে প্রায় ৬০জন কর্মী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়