শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৮, ০৩:০৭ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৮, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনোনয়নপত্র কেনা নিয়ে যা বললেন ময়ূরী

অনলাইন ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন কিনবেন অভিনেত্রী ময়ূরী-এমন সংবাদের পরেই গণমাধ্যমকে ভিন্ন কথা জানিয়েছেন তিনি।

আজ সোমবার এ বিষয়ে জানতে চাইলে ঢালিউডে খোলামেলা অভিনয় করে এক সময় আলোচনায় আসা মযূরী বলেন, নির্বাচনে আসার খবরটি সম্পূর্ণই গুজব। কোনো সম্ভাবনাই নেই তার রাজনীতিতে আসার। বিএনপির সঙ্গে কখনই কোনোরকম ব্যক্তি সম্পর্কও ছিল না তার।

এই অভিনেত্রী বলেন, ‘আমার কিছু কাছের মানুষ ও বন্ধুরা আছেন, যারা আওয়ামী লীগের রাজনীতি করেন। কিন্তু বিএনপির রাজনীতির সঙ্গে কোনোরূপ সম্পৃক্ততা নেই আমার। কিন্তু কে বা কারা নিজের ইচ্ছামতো আমাকে বিএনপি থেকে নির্বাচনে নামিয়ে ফেলেছেন। সারাদিন অনেক গুজব শুনেছি আমার মনোনয়নপত্র কেনা নিয়ে। কিন্তু এটি মিথ্যা। আমি নির্বাচনও করছি না, রাজনীতিতেও নেই।’

নির্বাচনে আসা নিয়ে কথা বলার সময়, চলচ্চিত্রে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন, ‘ভবিষ্যৎ নিয়ে কথা বলা মুশকিল। সবকিছু অনুকূলে থাকলে ফিরতেও পারি। তবে আপাতত স্বামী ও সন্তান নিয়ে ভালো আছি আমি। সবার কাছে দোয়া চাই।’

ময়ূরীর প্রকৃত নাম মুনমুন আক্তার লিজা। ১৯৯৮ সালে ‘মৃত্যুর মুখে’ নামের চলচ্চিত্রে অভিনয় করার মধ্যে দিয়ে চলচ্চিত্রে যাত্রা করেন তিনি। এরপর প্রায় ১০ বছর অভিনয় জগতে ছিলেন তিনি। কিন্তু ২০০৫ সালের পর তিনি চলচ্চিত্রকে বিদায় জানান। দৈনিক আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়