শিরোনাম
◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৮, ০৩:০৫ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৮, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পেলেন রিজিয়া ও ফাতিমা

আহমেদ ইসমাম : ২০১৮ ‘হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পেলেন রিজিয়া রহমান ও নবীন সাহিত্যশ্রেণিতে ফাতিমা রহমান। সোমবার বিকালে চতুর্থবারের মত বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার পাওয়ার পর রিজিয়া রহমান বলেন, আমি কখনো কোনো কিছু পাওয়ার জন্য সাহিত্য চর্চা করি না। আমার প্রধান লক্ষ্য থাকে ভাল পাঠক তৈরি করা। হুমায়ূন আহমেদের প্রায় দুইশত বই পড়েছি। এই অর্জন আমার কাছে নোবেল পুরস্কার পাওয়ার মত।

নবীন সাহিত্যক ফাতিমা রুমি বলেন, আমি উনার পাগল ভক্ত। এমন কোনো বই নাই যে তার পড়া হয় নাই। এ পুরস্কার আমার জন্য আগামীতে অনুপ্রেরনা হিসেবে কাজ করবে।

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ এম এ মুহিত বলেন, হুমায়ূন আহমেদের সাথে আমার খুব ভাল সম্পর্ক ছিল। তার বইয়ের মাধ্যমে এ দেশে ভাল মানের পাঠক তৈরি করেছে। তিনি অনেক প্রগতিশীল ছিল। তার চিন্তা ধারা অনেক আধুনিক ছিল।
বিশেষ অতিথি বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, রিজিয়া রহমান এখনো একুশে পদক পাননি এটা আমাদের জন্য লজ্জার। আমারা আশা রাখি আগামীতে তিনি এ পদক পাওয়ার দাবী রাখেন। এ জন্য আমরা চেষ্ঠা করে যাব।

মেহের আফরোজ শাওন বলেন, একজন সাহিত্যক এর নামে পদক চালু হলে সাহিত্যক হিসেবে তার জীবন সার্থক হয়। হুমায়ূন আহমেদের জীবন এখন পুরোপুরি সার্থক।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন এই পুরুষ্কারের জন্য গঠিত বিচারকম-লির সভাপতি ও জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানের শুরুতে দুটি রবীন্দ্রসংগীত পরিবেশন করেন কন্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরি। এছাড়াও হুমায়ূন আহমেদে ভক্ত অনুরাগী ও একঝাক হলুদ পাঞ্জাবী পড়া তরুণ ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়