Skip to main content

দশ বছর পর নির্বাচনের আমেজে বিএনপি

সৌরভ নূর : দশ বছর পর জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে বিএনপি। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে শেষবার অংশগ্রহণ করেছিল তারা। এ প্রসঙ্গে বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিবিসিকে বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিলেও দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। সোমবার মনোনয়ন পত্র বিক্রি শুরু হওয়ার পর থেকে পল্টনের বিএনপি কার্যালয়ের সামনে দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিএনপি'র পল্টন কার্যালয়ে সকাল থেকে দলবেঁধে মনোনয়ন প্রত্যাশীরা আসতে শুরু করেন। কার্যালয়ে আসা নেতাকর্মীদের মধ্যেও ছিল অনেকটা উৎসবমুখর আমেজ। মনোনয়ন প্রত্যাশীদের ব্যাপক আনাগোনার কারণে দুপুরের দিকে ঐ এলাকায় কিছুটা যানজটেরও সৃষ্টি হয়। -- বিবিসি

অন্যান্য সংবাদ