শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৮, ০২:১১ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৮, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাট খাতে পুন:অর্থায়ন তহবিল ব্যবহার করতে পারছে না বাণিজ্যিক ব্যাংকগুলি

আদম মালেক : আন্তর্জাতিক বাজারে পাটের চাহিদা হ্রাস ও বিতরণকৃত ঋণ যথাসময়ে আদায় না হওয়ায় পাট খাতের পুন: অর্থায়ন তহবিল পুরোপুরি কাজে লাগাতে পারছে না বাণিজ্যিক ব্যাংকগুলো। কোনো কোনো বছর তহবিলের একটি বড় অংশই ব্যাংকগুলো বিতরণ করতে পারেনি। এমনকি বাংলাদেশ ব্যাংক থেকে নেয়া ঋণও অনেক ব্যাংক ফিরিয়ে দিয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়।

জানা গেছে, পাটজাত দ্রব্য উৎপাদন ও রপ্তানির সাথে সংশ্লিষ্ট কোম্পানীর কাঁচা পাট ক্রয়ে ২০১৪ সালের ২৫ আগস্ট ২শ কোটি টাকা পুন:অর্থায়ন তহবিল গঠনের প্রজ্ঞাপন জারি হয়। চলতি অর্থবছরের এই সময়ে এই তহবিল থেকে ৬৯ কোটি বিতরণ হয়। তহবিল গঠনের শুরুতে ২০১৪-১৫ অর্থবছরে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এই তহবিল থেকে ১৫৯ কোটি টাকা পাট উৎপাদন ও রপ্তানি সংশ্লিষ্টরা ঋণ নেয়। অব্যাবহৃত থাকে ৪১ কোটি টাকা। ২০১৫-১৬ অর্থবছরে সর্বনি¤œ ঋণ বিতরণ হয়। সে সময় বিতরণকৃত ঋণের পরিমাণ মাত্র ৫৪ কোটি টাকা। ২০১৬-১৭ ও ২০১৭-১৮ অর্থবছরে বিতরণ হয় যথাক্রমে ১৩৭ কোটি ও ৬৯ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, ২০১৪ সালে পাট খাতে পুন:অর্থায়ন তহবিলের ঋণ বিতরণে ১৬ টি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। এসব ব্যাংকের মধ্যে রয়েছে সোনালী অগ্রণী জনতা বেসিক ন্যাশনাল ব্যাংক। আর পুন:অর্থায়ন তহবিল থেকে ঋণ নিয়েও ফিরিয়ে দেয় প্রাইম স্ট্যান্ডার্ড উত্তরা ইউসিবিএল এনআরবিসি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের পাট খাতে পুন:অর্থায়ন তহবিল নীতমালা অনুযায়ী সরকারী এই তহবিলের অর্থ সরকারী ব্যাংকের মাধ্যমে ৪০ শতাংশ, বেসরবারী ব্যাংকের মাধ্যমে ৪০ শতাংশ ও ট্রেডাররা ২০ শতাংশ বিতরণ করে। বাণিজ্যিক ব্যাংকগুলো ৫ শতাংশে ঋণ নিয়ে ঋণ গ্রহীতাদের মাঝে ৯ শতাংশে বিতরণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়