শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৮, ০১:১৪ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৮, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উদীচী শিল্পগোষ্ঠী কানাডার ৬ষ্ঠ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী কানাডা শাখার ষষ্ঠ দ্বিবার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক উৎসব গত ১০ নভেম্বর শনিবার টরন্টোর সন্ধ্যায় গ্রান্ড প্যালেস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

‘আঁধারবৃন্তে আগুন জ্বালো, আমরা যুদ্ধ, আমরা আলো’। এই শ্লোগান নিয়ে উদীচী শিল্পগোষ্ঠী সূবর্ণ জয়ন্তী পালন করেছে বাংলাদেশে গত ২৭ থেকে ২৯ অক্টোবর। আলোর শ্লোগান গ্রাম-গঞ্জ, হাট-জনপদ এমনকি দেশের সীমানা পেড়িয়ে উদীচীর কর্মীরা গেয়ে চলেছেন দিচ্ছেন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। শোষণের বিরুদ্ধে সমস্ত মুক্তিকামী মানুষের দিন বদলের শ্লোগানের একত্রিত স্পর্ধিত উচ্চারণ উদীচী।

৫১ বছরে পা দেওয়া দীপ্ত পথ চলার সংগ্রামের ইতিহাস, গৌরবের অংশীদার, সমাজের প্রতি অঙ্গীকার থেকে আমরা গড়বই সুন্দর আগামী সকল অন্ধকার ঠেলে। এই প্রত্যয় নিয়ে সাজানো মঞ্চে উদীচী শিল্পগোষ্ঠী কানাডা শাখার সম্মেলন ও সাংস্কৃতিক পর্বে তাদের দলীয় পরিবেশনায় অভিজ্ঞতার পারিপাট্য বজায় রেখেছেন।

স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা রথীন্দ্র নাথ রায়ের গানে উত্তাপ ছড়িয়েছে সংগ্রামী শ্রোতাদের মাঝে। মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, মৌলবাদমুক্ত সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন মননে ধারণ করে শিল্পীরা সংস্কৃতির বিভিন্ন মাধ্যমে আবহমান বাংলার ঐতিহ্য সংরক্ষণ এবং বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে উদীচী এই দূর পরবাসে।

উল্লেখ্য, প্রগতিশীল রাজনৈতিক সংগঠক কমরেড সত্যেন সেন ১৯৬৮ সালের ২৯ অক্টোবর যে সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন পঞ্চাশ বছর পেরিয়ে আজও তা গণমানুষের সাংস্কৃতিক আন্দোলনকে ধ্রুবতারা হয়ে দিশা দেখিয়ে চলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়