Skip to main content

টেকনাফে র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার, আটক১

ফরহাদ আমিন, টেকনাফ (কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর সদস্যরা অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বলে জানা গেছে। আটককৃতরা হচ্ছেন, টেকনাফ হোয়াক্যং ইউপির ঝিমংখালী মিনাবাজার এলাকার মৃত আব্দুস শুক্কুরের ছেলে জাফর আলম (৩৩)।জানা যায়,১২ নভেম্বর সোমবার বিকালে র‌্যাব-৯ টেকনাফ-২ক্যাম্পের ইনচার্জ (এএসপি) মোঃ আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া বটতলি বাজার এলাকায় মাদক ব্যবসায়ীরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫০লাখ টাকা। উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অবৈধ ভাবে মাদক জাতীয় দ্রব্য (ইয়াবা) বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখল ও হেফাজতে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ১৯৯০ এর ২২(গ) ধারা মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যান্য সংবাদ