শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৮, ১১:৫৮ দুপুর
আপডেট : ১২ নভেম্বর, ২০১৮, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চোর নয়, ক্যাচ ধরতে যেয়েই নাকাল হলো পুলিশ (ভিডিও)

স্পোর্টস ডেস্ক : চোর ধরতে গিয়ে পুলিশের নাকানি-চোবানি খাওয়ার নানা গল্প শোনা যায়। কিন্তু ক্যাচ ধরতে গিয়েও যে এরকম হতে পারে তা বোধ হয় রোববার হোবার্টের মাঠের দিকে খেয়াল না রাখলে বিশ্বাসই হত না। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যেকার তুতীয় একদিনের ম্যাচ চলাকালীন বাউন্ডারির বাইরে যাওয়া ক্যাচ করতে গিয়ে বেসামাল হয়ে যায় এক পুলিশ অফিসার। রীতিমতো নাকানি চোবানি খেলেন তিনি। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।

তৃতীয় একদিনের ম্যাচে অজিদের সামনে ৩২১ রানের টার্গেট দেয় অজিরা। অস্ট্রেলিয়ার ইনিংস চলাকালীন শন মার্শ লেগ সাইডে একটি ছয় মারেন। অফিসার ফ্র্যাঙ্ক তখন নিজের দায়িত্ব পালন করছেন। মার্শের ছক্কা তখন বাউন্ডারির বাইরে ধরার জন্য এগিয়ে আসেন তিনি। কোন রকমে বুকে বল চেপে ধরে হুড়মুড়িয়ে পড়ে যান। কিন্তু বল হাতছাড়া করেননি তিনি। নিজেকে সামলে নিয়ে উঠে ক্যাচ ধরার আনন্দে দুই হাত তুলে লাফাতে থাকেন।

প্রসঙ্গত, রোববার ম্যাচে বেশ কয়েকটি বল বাউন্ডারির বাইরে গিয়ে আছড়ে পড়ে। কিন্তু দর্শকাসনে থাকা কেউই সেই সব ক্যাচ ধরতে পারেননি। সেখানে অফিসার ফ্র্যাঙ্কের ক্যাচ রীতিমতো প্রশংসার দাবি রাখে। ব্যালান্স হারিয়েও বল হাতছাড়া করেননি তিনি। শোনা গেছে ক্যাচটি ধরতে গিয়ে নাকি তার প্যান্টও ছিঁড়ে গেছে। জিনিউজ

দেখে নিন ভিডিওটি.....

  • সর্বশেষ
  • জনপ্রিয়