শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৮, ১২:০৮ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৮, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাদুল্যাপুরে রাসেল হত্যাকাণ্ডে এজাহার বহির্ভূত গ্রেফতার দুইজনকে নির্দোষ দাবি

রফিকুল ইসলাম, গাইবান্ধা : সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের বড় দাউদপুরে রাসেল সরকার হত্যাকাণ্ডে গ্রেফতার এজাহার বহির্ভূত মোকছেদুর রহমান বেপারি ও হুজাইফা খান ইমনকে নির্দোষ দাবি করেছেন তাদের স্বজনরা। তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন। সোমবার গাইবান্ধা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মালেক বেপারি। তিনি তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, একই গ্রামের খুশি সরকারের পুত্র রাসেল সরকারের লাশ উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়। এজাহারে উল্লেখ করা হয়, রাসেল সরকার গত ১৭ অক্টোবর সন্ধ্যা আনুমানিক সাড়ে তার আপন চাচা খাসা সরকারের বাড়িতে মোটরসাইকেল রেখে বেরিয়ে যায়। পরের দিন বেলা পৌনে ১২টার দিকে তার লাশ খাসা সরকারের বাড়ির পাশ থেকে মুড়িকলার বাগান থেকে উদ্ধার করা হয়। এজাহারে কোথাও গ্রেপ্তার মোকছেদুর রহমান বেপারি ও হুজাইফা খান ইমনের নাম নেই। তারা সম্পূর্ণ নির্দোষ। মামলা ভিন্নখাতে প্রবাহিত করতেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হলে হত্যার প্রকৃত রহস্য উন্মোচিত হবে। মোকছেদুর রহমান একজন সাধারণ কৃষক। দুই ছেলে মেয়ে কে নিয়ে তার স্ত্রী খুব কষ্টে দিন যাপন করছে। হুজাইফা খান ইমনের স্ত্রী সন্তান সম্ভবা।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে মাহবুবার রহমান সেলিম, সাবিনা ইয়াসমিন, মালেকা বেগম, কহিনুর বেগম, শীলা বেগম. আতোসি বেগম উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়