শিরোনাম
◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৮, ১১:১২ দুপুর
আপডেট : ১২ নভেম্বর, ২০১৮, ১১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে নৌকার মাঝি হতে চায় ৩০ জন

উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া(পটুয়াখালী) : পটুয়াখালী-৪ (কলাপাড়া-মহিপুর-রাঙ্গাবালী) আসনে আওয়ামীলীগের প্রার্থী তথা কে হবে নৌকার মাঝি এ নিয়ে তূনমূল পর্যায়ে চলছে নানা জল্পনা কল্পনা। নৌকার মাঝি হতে সোমবার দুপুর পর্যন্ত নারী নেত্রীসহ ৩০ জন প্রার্থী দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।

এমনকি তৃনমূলের সাথে যাদের কোন রকমের যোগোযোগ কিংবা দলীয় কার্যক্রমে কখনও দেখা যায়নি তারাও মনোনয়ন ফরম কিনেছেন। হঠাৎ করে এ আসনে প্রার্থীদের ছড়াছড়ি দেখে ভোটাররাও বিস্মিত। বর্তমানে এই নির্বাচনী এলাকার শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের চায়ের টেবিলে ঝড় তোলা আলোচনাই হচ্ছে প্রার্থীদের মনোনয়ন ফরম ক্রয় নিয়ে। এদিকে মুজিব আর্দশে অনুপ্রানিত মানুষের এখন একটাই দাবী দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনার ঘোষনা ’দুর্নীতিবাজ কাউকে নয়, ক্লীন ইমেজ ও জনপ্রিয়তার ভিত্তিতেই দেয়া হবে মনোনয়ন’ এটা যেন বাস্তবায়ন হয় নৌকার মনোনয়ন দেয়ার ক্ষেত্রে।

স্থানীয় একাধিক আওয়ামীলীগ নেতা-কর্মীরা জানান, দলীয় কোন কর্মকান্ড কিংবা এলাকার উন্নয়নমুলক কোনো কর্মকান্ডে অধিকাংশ প্রার্থীকে এলাকায় দেখা না গেলেও নির্বাচন এলে এই প্রার্থীরা প্রতীক পাওয়ার যুদ্ধ শুরু করে। ভোটের পর কিংবা মনোনয়ন না পেলে এদের অনেককেই আর এলাকায় দেখা যায় না। এই অতিথি পাখিদের কারণে ক্ষতিগ্রস্থ হয় দল ও দলের ত্যাগী নেতাকর্মীরা। তবে যোগ্য ও দূর্নীতি মুক্ত ব্যাক্তিকে দল মনোনয়ন দেবে এমনটাই আশা করেন দলীয় কর্মী সমর্থক ও সাধারন ভোটাররা।

এই আসনের বর্তমান সংসদ সদস্য মো.মাহবুবুর রহমান সহ তার ভাই মো. হাবিবুর রহমান, আলাউদ্দিন আহমেদ, মোতালেব তালুকদার, বিপুল চন্দ্র হাওলাদার,এসএম রাকিবুল আহসান, মো.দেলওয়ার হোসেন, মো.আবদুল্লাহ আল ইসলাম, নিহার রঞ্জন মিলটন, মুরসালিন আহম্মেদ, মো.মহ্বিুর রহমান, সৈয়দ নাসির উদ্দিন, মো.শামিম আল সাইফুল, সুলতান মাহমুদ, মঞ্জুরুল আলম, সৈয়দ আখতারুজ্জামান, মাহমুদুল আলম, শহিদুল্লাহ ওসমানী, ইউসুফ আলী, ড.আরিফ বিন ইসলাম, শামসুল হক রেজা, নয়া মিয়া, মাহিনুর আক্তার, হুমায়ন তালুকদার, শামসুদ্দিন মিয়া, এবিএম আব্দুল মন্নান, ফাতেমা আক্তার, শহীদুল ইসলাম বিশ্বাস, দেলোয়ার হেসেন ও নাসির উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়