শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৮, ১০:০৭ দুপুর
আপডেট : ১২ নভেম্বর, ২০১৮, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারকা মেলা

ইমরুল শাহেদ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করার জন্য সাংস্কৃতিক অঙ্গন থেকে বেশ কয়েকজন তারকা মনোনয়নপত্র কিনেছেন এবং আরো কেউ কেউ কিনবেন বলে শোনা যাচ্ছে। এই সংখ্যা কতো হতে পারে? চলচ্চিত্র সংশ্লিষ্ট একজন বললেন, এই সংখ্যা ২০ জন ছাড়িয়ে যাবে। তারা সবাই আওয়ামী লীগ বা বিএনপি থেকে মনোনয়নপত্র কিনেছেন। এ পর্যন্ত যারা মনোনয়নপত্র কিনেছেন তাদের মধ্যে আর কোনো দলের প্রতি আগ্রহ দেখা যায়নি। মনোনয়নপত্র কেনার দলে যারা রয়েছেন, তারা এসেছেন সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন শাখা থেকে। খেলাধূলা, সঙ্গীত, চলচ্চিত্র, গীতিকার, নাট্যাঙ্গনের অভিনেতা-অভিনেত্রীসহ আরো কয়েকটি ক্ষেত্র থেকে। সকলেই আসছেন তাদের তারকা খ্যাতি নিয়ে। ইতোমধ্যে তারকা খ্যাতি নিয়ে রাজনীতির ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে গেছেন কবরী, আসাদুজ্জামান নূর, তারানা হালিম, রুবি রহমান (কবি) এবং মমতাজ বেগম।

বর্তমান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য ইতোমধ্যে যারা মনোনয়নপত্র কিনেছেন তাদের মধ্যে রয়েছেন শাবানা, বেবী নাজনীন, মনির খান, হেলাল খান, মাশরাফি বিন মর্তুজা, জ্যোতিকা জ্যোতি, মাসুদ পথিক, কনক চাঁপা, ফারুক, শাকিল খান, ডিপজল, রোকেয়া প্রাচী, সিদ্দিকুর রহমান, গোলাম কুদ্দুছ, সুজন হাজিন (গীতিকার) ও শমী কায়সার। এরা সাংস্কৃতিক অঙ্গনের মানুষ হলেও রাজনীতিতে কারো কারো পারিবারিক ঐতিহ্য রয়েছে। সাংস্কৃতিক অঙ্গনের তারকাদের রাজনীতিতে যুক্ত হয়ে সফল হওয়া নতুন কোনো বিষয় নয়। হলিউড তারকা রোনাল্ড রিগ্যান দুই দফা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। শুধু তাই নয় ‘স্টার ওয়ার্স’ প্রোগ্রামের মাধ্যমে পৃথিবীর চেহারা বদলে দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রে বা বিশ্বের আরো অনেক দেশেই তারকারা রাজনীতিতে যোগ দিয়ে নিরংকুশ সাফল্য অর্জন করেছেন।

শ্রীলংকার ক্রিকেটার অর্জুনা রানাতুঙ্গা মন্ত্রীও হয়েছেন। পাশের দেশ ভারতের দিকে তাকালে দেখা যায়, রাজনীতিতে তারকাদের সাফল্য কতোটা। এমজি রামাচন্দ্রন এব্ং জয়ললিতা ছিলেন মুখ্যমন্ত্রী। এছাড়া অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, হেমা মালিনী, গোবিন্দ এবং শচীন টেন্ডুলকারসহ আরো কয়েকজন তারকা লোকসভা নির্বাচনে বিজয়ী হয়েছেন। পরে অবশ্য অমিতাভ বচ্চন রাজনীতি থেকে সরে যান। পশ্চিমবঙ্গে প্রায় এক ডজন তারকাই রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন। অতি সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়েছেন কমল হাসান ও রজনীকান্ত। সম্ভবত সারা বিশ্বে ভারতীয় তারকারাই রাজনীতির বিষয়ে সর্বাধিক আগ্রহী। এদেশের তারকারাও রাজনীতি সচেতন হতে শুরু করেছেন। আগের তারকা-রাজনীতিবিদদের ধারাবাহিকতায় এখনকার কতদূর এগুতে পারবেন সেটাই দেখার বিষয়। সম্পাদনা : রেজাউল আহসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়