শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৮, ০৭:১৬ সকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০১৮, ০৭:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বহিষ্কৃত ৬ নেতাকে দলে ফেরালো বিএনপি

শিমুল মাহমুদ: দলের স্থায়ী কমিটির সদস্যসহ বহিষ্কার হওয়া ৬ নেতাকর্মীকে দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি। সোমবার (১২ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানবীর আহমদ সিদ্দিকীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছিল। দলের চেয়ারপার্সনের বরাবর আবেদনের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক তাঁর অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে।

এছাড়া ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সাবেক সদস্য সৈয়দ শহীদুল হক জামাল, টাঙ্গাইল জেলাধীন বাশাইল উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এনামুল করিম অটল, চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ¦ মো. আবদুল মান্নান, ফেনী জেলাধীন সোনাগাজী উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ পারভেজ, বিএনপি’র শিক্ষা বিষয়ক সম্পাদক আলমগীর কবির এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আবু ইউসুফ মো. খলিলুর রহমানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বরাবর আবেদনের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এছাড়াও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বরাবর আবেদনের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক স্বেচ্ছায় অব্যাহতি নেয়া চাঁদপুর জেলা বিএনপি’র সাবেক সভাপতি এস এ সুলতান টিটুকে দলের প্রাথমিক সদস্য পদে পূণর্বহাল করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়