শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৮, ০৬:৪৩ সকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০১৮, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনকে জীবন-মরণ খেলা বানিয়ে নিয়েছে রাজনৈতিক দলগুলো: সুলতানা কামাল

অপু খান : সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের । নির্বাচন কমিশন কিভাবে স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করে নির্বাচন করতে পারবে তার উপর ভিত্তি করবে নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না। রোববার রাতে যমুনা টিভির এক টকশোতে তিনি এ কথা বলেন।

সুলতানা কামাল বলেন, ‘যে মরে মরুক কাউকে ক্ষমতায় যেতে হবে কাউকে ক্ষমতায় থাকতে হবে’। স্বাধীনদেশে এইগুলো দেখতে হচ্ছে। সংলাপটি কিন্তু সমান সমান হয়নি,সংলাপটি পুরো প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রনে ছিল। তিনি আরো বলেন, আমাদের রাজনৈতিক দলগুলো এখন নির্বাচনকে জীবন মরন খেলা বানিয়ে নিয়েছেন। তারা জনগনকে নিয়ে কাজ করছে তা কিন্তু নয়। আমি এখনো বিশ্বাস করি যদি রাজনৈতিক দলগুলো আন্তরিকতার সহিত জানতে চায় জনগন তাদের পছন্দ করে কি না,জনগন তাদের চায় কি না, সে সুযোগ টা জনগনকে যদি দেয়া হয় তাহলে নির্বাচন সুষ্ঠু হবে। অন্য কেউ কিন্তু নির্বাচন ভন্ডুল করে না,রাজনৈতিক দলগুলোই কিন্তু এগুলো করে।

বিএনপির নির্বাচনে যাওয়া প্রসঙ্গে সুলতানা কামাল বলেন, বিএনপি নির্বাচনে না গেলে চলবেই না, তাদের বিরাট বাধ্যবাধকতা আছে, তারা চাইবে তারা মোটামোটি একটি জায়গা তৈরি করতে। এজন্য তারা যেকোন পথ অবলম্বন করবে। অর্ন্তভুক্তিমূলক নির্বাচন ও সুষ্ঠু নির্বাচনের মধ্য একটা তফাত আছে। ২০১৪ সাল ছাড়া সব নির্বাচন গুলো অন্তর্ভুক্তমূলক নির্বাচন ছিল। ২০১৪ সালের নির্বাচনটা বিএনপি বর্জন করে অর্ন্তভুক্তমূলক নির্বাচন করতে দিলো না , তাতে তারা নিজেরাও একটা বিপদে পড়লো, পুরো জাতীকে বিপদে ফেললো। সূত্র : যমুনা টেলিভিশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়