শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৮, ০৬:১৩ সকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০১৮, ০৬:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রিপুরায় মে দিবসের ছুটি বাতিল !

আন্তর্জাতিক ডেস্ক : সরকারি ছুটির তালিকা থেকে গত সপ্তাহেই মে দিবসকে বাদ দিয়েছে ত্রিপুরা সরকার। সেখানে মে দিবসকে  ছুটিকে রেসট্রিক্টেড হলিডে-র তালিকায় ফেলা হয়েছে। ৭ নভেম্বরে রাজ্য সরকার এক নির্দেশিকা জারি করে বলেছে ‘মে দিবসকে রেসট্রিকটেড হলিডের আওতায় ফেলা হল’। রাজ্য সরকার ওইদিন একমাত্র শিল্পক্ষেত্রে যারা কাজ করেন তাদের ছুটি দেওয়ার কথা আগেই ঘোষণা করেছে। এনিয়ে জোর শোরগোল শুরু হয়েছে রাজ্যে।

শনিবার এক অনুষ্ঠানে বিপ্লব দেব বলেন, জানার চেষ্টা করলাম দেশের কোথায় কোথায় মে দিবসে ছুটি রয়েছে। দেখলাম দেশের খুব কম রাজ্যেই ওইদিন ছুটি দেওয়া হয়। অন্যান্য রাজ্যে পুরো দিন ছুটি দিয়ে দেওয়া হয়। কিন্তু সরকারি কর্মচারীদের ছুটির কিসের দরকার? তারা কি শ্রমিক? মে দিবস তো শ্রমিকদের জন্যই। সরকার তো তাদের জন্য ছুটি দিয়েছে! কিন্তু সেক্রেটারিয়েটে যারা রয়েছেন তারা কি শ্রমিক? নিশ্চয় নয়! তারা ফাইল দেখেন। আপনাদের কেন ছুটি প্রয়োজন? কি করবেন ছুটি নিয়ে? একথা মাথায় রেখে সরকার ঠিক জায়গায় ঠিক সিদ্ধান্ত নিয়েছে। শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এনিয়ে সুর চড়িয়েছে সিপিএম। তাদের পক্ষ থেকে মে দিবসের ছুটিকে রেগুলার হলিডে-র আওতায় ফেলার দাবি করা হয়েছে। সিপিএম নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানিক দাসের বক্তব্য, এতে কর্মীদের মনে বিরূপ প্রভাব ফেলবে। শুধু তাই নয় শ্রমিকদের অধিকারের ওপরে এটি একটি হস্তক্ষেপ। সরকারের এই নির্দেশিকা শ্রমিক বিরোধী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়