শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৮, ০৫:৪১ সকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০১৮, ০৫:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়ালের দুর্দান্ত জয়ে বার্সার সাথে দূরত্ব কমলো

স্পোর্টস ডেস্ক: লা লিগায় রোববার রাতে সংখ্যাটির কদর কি খানিকটা বেড়ে গেছে? গেছে হয়তো! ন্যু ক্যাম্পে নিজেদের মাঠে বার্সার ৪ গোল হজমের রাতে রিয়াল কেন প্রতিপক্ষের জালে ৪ গোলই দেবে? আরও আছে—এল ক্লাসিকোতে ৫-১ গোলের ব্যবধানে হারের পর তো চাকরিটাই হারালেন রিয়াল কোচ লোপেতেগি।অন্তর্বতীকালীন কোচ হিসেবে সান্তিয়াগো সোলারি দায়িত্ব নেওয়ার পর সব মিলে এ নিয়ে টানা ৪ ম্যাচ জিতেছে রিয়াল মাদ্রিদ। কত মিল, তাই না? এসব মিল-অমিল নিয়ে তর্ক হতে পারে। আপাতত তর্ক-বিতর্ক না হয় তোলা থাক অন্য কোনো সময়ের জন্য। এখন বরং রিয়াল-সেল্টা ভিগোর ম্যাচেই চোখ রাখা যাক।

ম্যাচের শুরুতেই গোলের সুযোগ পায় রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় মিনিটে বেনজেমার শট আটকে দেন সেল্টার গোলরক্ষক। এরপর আক্রমণ, পাল্টা-আক্রমণে খেলা চললেও মডরিচ ও বেনজেমার সমন্বিত আক্রমণে গোল পায় রিয়াল। ২৩তম মিনিটে রিয়ালের ক্রোয়েশিয়ার মিডফিল্ডার মডরিচের লম্বা করে বাড়ানো বল নিয়ে এগিয়ে যান বেনজেমা। ফরাসি এই ফরোয়াডের শটে বল জালে জড়ালে এগিয়ে যান বেনজেমা-বেলরা। প্রথমার্ধে দুই দলের কেউই আর গোলমুখ খুলতে পারেনি। খেলা শেষ হয় ১-০ স্কোরলাইনেই।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে থাকা সেল্টা ভিগো উল্টো গোল হজম করে বসে। তাও আবার আত্মঘাতী গোলে! সেল্টার দুর্বল রক্ষণে বল পান বেনজেমা। তাঁর শট প্রথম চেষ্টায় আটকে দিয়েছিলেন সেল্টার গোলরক্ষক। কিন্তু গোলপোস্টে বল লেগে ডিফেন্ডার কাবরালের গায়ে লেগে জালে জড়ালে ব্যবধান দ্বিগুণ হয় রিয়ালের। তবে ম্যাচে ফিরতে দেরি করেনি স্বাগতিকেরা। ৬১ মিনিটে হুগো মাল্লোর দূরপাল্লার শটে গোল পায় সেল্টা। খানিক পরে আবারও গোল দিয়ে সমতায় ফেরার সুযোগ পায় সেল্টা। তখন আসপাসের শট আটকে দেন রিয়াল গোলরক্ষক কোর্তোয়া। রক্ষা পায় স্প্যানিশ জায়ান্টরা।

ম্যাচের ৮৩তম মিনিটে সেল্টার ডি বক্সে ফাউলের শিকার হন অড্রিওজোলা। স্পট কিক থেকে বল জালে জড়ান রিয়াল অধিনায়ক রামোস। মিনিট পাঁচেক পর সেল্টার কাবরাল দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকেরা। ১০ জনের দল নিয়ে যোগ হওয়া সময়ে চার নম্বর গোলটি হজম করে সেল্টা। রিয়ালের হয়ে সেল্টার কফিনে চার নম্বর পেরেকটি ঠোকেন সেবাল্লোস। শেষ বাঁশি বাজানোর আগে মেনডেজের গোল ব্যবধান কমায় সেল্টা।

তার অধীনে অথই সাগরে খাবি খাওয়া রিয়াল এ নিয়ে টানা ৪ ম্যাচ জিতল। চ্যাম্পিয়নস লিগে প্লজনকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়ার পর লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষেও ৪-২ গোলের জয়। সোলারি নিজের জায়গাটা পাকা করার দাবি করতেই পারেন! রিয়াল সমর্থকেরাও বলতে পারেন, এমন রিয়ালই তো চাই।

১২ ম্যাচে ষষ্ঠ স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ২০ পয়েন্ট। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়