শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৮, ০৪:৩২ সকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০১৮, ০৪:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে: মির্জা তসলিমা

মো: মারুফুল আলম: রাজনৈতিক বিশ্লেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মির্জা তসলিমা সুলতানা বলেছেন, নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। কিন্তু এখনও জনমনে সন্দেহ রয়ে গেছে যে, নির্বাচন সুষ্ঠু হবে কি না। তিনি বলেন, সকল দলের অংশগ্রহণের খবরে রাজনৈতিক অনিশ্চয়তা কিছুটা কেটেছে। বিএনপি এবং ঐক্যজোট অংশগ্রহণ করছে এটি নিশ্চয়ই নির্বাচনের জন্য ভালো খবর । সকল দল অংশগ্রহণ করলে নির্বাচন অর্থবহ হয়।

তিনি আরও বলেন, নির্বাচন যেহেতু হচ্ছে, উভয় দলকেই ভেবেচিন্তে প্রার্থী দিতে হবে। ক্ষমতাসীন দল হয়তো আগে ভেবেছিলো খালি মাঠে নির্বাচিত হয়ে যাবে, কিন্তু সেটা যেহেতু হচ্ছে না, একটা চাপ অবশ্যই সরকারি দলের উপরও থাকবে। এখন জাতীয় পার্টি একমাত্র বিরোধীদল নয়। সকল দল যেহেতু নির্বাচন করছে তাই একচেটিয়া কোনকিছুই হবে না। এক কথায় নির্বাচন হলেই সরকারি দলের উপর চাপটা থাকছে। তাই, নমিনেশন ভেবেচিন্তে দিতে হবে।

খালেদা জিয়া ও তারেক রহমানের অনুপস্থিতির প্রভাব সম্পর্কে তসলিমা বলেন, জনগণ বুঝতে পেরেছে যে, অন্য কোন মতের এখানে জায়গা নেই। সেটা বিচার করলে বিএনপির কর্মী সমর্থকরা যেমন দলের প্রতি সহানুভূতিশীল থাকবে, তদ্রুপ অন্যান্যরাও থাকবে। এমনও হতে পারে যে, খালেদা জিয়া ও তারেক রহমানের অনুপস্থিতিই তাদের জন্য ভালো একটা ফলাফল নিয়ে আসতে পারে।

ঐক্যফ্রন্টের ঐক্যমতের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, অনেকগুলো মত যেখানে উপস্থিত থাকে, মানুষের জন্য সেখান থেকে একটা ভাল ফলাফল বের হয়ে আসে। জনগণ এখন শুধু নেতা-নেতৃত্বের দিকে দৃষ্টি রাখে না। মানুষের জন্য কে থাকলো বা কে থাকলো না তার চেয়ে নিজের স্বস্তিটাই বড় ব্যাপার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়