শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৮, ০৪:০৩ সকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০১৮, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জালিয়াতির অপরাধে এক শিক্ষার্থীকে আটক

নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) এর প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ‘বি’ ইউনিটে ভর্তি হতে এসে জালিয়াতির অপরাধে এক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। শাবি প্রক্টর এবং ভর্তি কমিটির সদস্য সচিব জহীর উদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

প্রক্টর বলেন, ‘রবিবার প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের বিজ্ঞান অনুষদের ভর্তি কার্যক্রম শুরু হয়। পুলিশ প্রশাসনের আগাম তথ্য অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ না করে তার পরীক্ষা অন্য কেউ দেওয়ার কথা শিকার করে। এছাড়াও ভর্তি হওয়ার জন্য তার কাছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার নকল সার্টিফিকেট পাওয়া যায়।’

তিনি জানান, অভিযুক্ত শিক্ষার্থীর নাম মো. রাশিক মারজান। ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৩৫৩ তম অবস্থানে ছিলো সে। তবে মারজান ভর্তি পরীক্ষায় অংশ নেয়নি, তার হয়ে অন্য একজন পরীক্ষা দিয়েছিল।

অভিযুক্ত শিক্ষার্থী রাশিক মারজানের গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায়। সে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী ছিল। তাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইয়ে দেওয়ার জন্য তার বাবা ভর্তি জালিয়াতি চক্রের কাছে ৩ লাখ টাকা দিয়েছে। সূত্র: বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়