শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৮, ০৭:৪১ সকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০১৮, ০৭:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিলিপাইনের সাবেক ফার্স্ট লেডিকে গ্রেপ্তারের নির্দেশ

বাংলা রিপোর্ট : দুর্নীতির অভিযোগে ফিলিপাইনের সাবেক ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন দেশটির আদালত।

বিবিসি সূত্রে জানা যায়, শুক্রবার দুর্নীতির ৭টি অভিযোগে ৮৯ বছর বয়সী ইমেলদাকে দোষী সাব্যস্ত করেছে ফিলিপাইনের আদালত। অভিযোগের প্রত্যেকটিতে পৃথকভাবে তাকে ৬ থেকে ১১ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করা হয়েছে।

তবে রায় ঘোষণাকালে তিনি আদালতে উপস্থিত ছিলেন না। ফলে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট প্রয়াত ফার্দিনান্দ মার্কোসের স্ত্রী ইমেলদা। ফার্দিনান্দ ক্ষমতাসীন থাকাবস্থায় বিপুল পরিমাণ ধন-সম্পদের মালিক হন। এক হাজার জোড়া জুতা, গহনা ও অন্যান্য বিলাসবহুল সামগ্রী কিনে বিশ্বব্যাপী সংবাদের শিরোনাম হন ইমেলদা।

তার বিরুদ্ধে দুর্নীতির যেসব অভিযোগ আনা হয়েছে তা হচ্ছে- ৭০ ও ৮০ এর দশকে স্বামী ফার্দিনান্দ প্রেসিডেন্ট থাকাকালীন সুইসভিত্তিক এনজিও’র সঙ্গে অবৈধ আর্থিক চুক্তির অভিযোগে মামলা দায়ের করা হয়। ২৭ বছর ধরে আদালতে এসব মামলা চলছে।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমে সরকারি কৌঁসুলি রাইয়ান কিলালা বলেছেন, দুর্নীতিবিরোধী আদালতের গ্রেপ্তারের যে আদেশ তার বিরুদ্ধে আপিল করতে পারবেন ইমেলদা। জামিনের জন্যও আবেদন করতে পারবেন তিনি।

ইমেলদা বর্তমানে ফিলিপাইনের পার্লামেন্টে প্রতিনিধি পরিষদের সদস্য। তাছাড়া আগামী বছর গভর্নরের আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে নিবন্ধনও করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়