শিরোনাম
◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৮, ০৫:৫৯ সকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০১৮, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন দিনে ১০০ কোটি

রাইজিংবিডি : গত ৮ নভেম্বর ভারত ও বিশ্বের বিভিন্ন দেশের প্রায় সাত হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পায় থাগস অব হিন্দোস্তান। দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়াতে ব্যর্থ হলেও মাত্র তিন দিনে এক শ কোটি রুপি আয়ের সিনেমার তালিকায় নাম লেখিয়েছে এটি।

গতকাল শনিবার মুক্তির তৃতীয় দিনে ২৩.৫০ কোটি রুপি (তামিল, তেলেগুসহ) আয় করেছে সিনেমাটি। তিন দিনে এটির মোট আয় দাঁড়িয়েছে ১০৫ কোটি রুপি। বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ মাইক্রোব্লগিং সাইট টুইটারে তথ্যটি জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার মুক্তির প্রথম দিনে শুধু ভারতে ৫২.২৫ কোটি রুপি (তামিল, তেলেগুসহ) আয় করে থাগস অব হিন্দোস্তান। শুক্রবার সিনেমাটি হিন্দি থেকে ২৮.২৫ কোটি রুপি এবং তামিল, তেলেগু মিলিয়ে আরো এক কোটি রুপি যোগ করে। প্রথম দুই দিনে সিনেমাটির মোট আয় দাঁড়ায় ৮১.৫০ কোটি রুপি। পাশাপাশি বেশ কয়েকটি রেকর্ড গড়েছে আমির খান ও অমিতাভ বচ্চন অভিনীত বহুল আলোচিত সিনেমাটি।

থাগস অব হিন্দোস্তান সিনেমার গল্প ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে একদল থাগের লড়াই নিয়ে। এতে থাগদের সর্দার হিসেবে পর্দায় হাজির হয়েছেন অমিতাভ বচ্চন। আমিরের চরিত্রের নাম ফিরাঙ্গি। এছাড়া এতে ক্যাটরিনা কাইফকে সুরাইয়া ও ফাতিমা সানা শেখকে জাফিরা চরিত্রে দেখা গেছে। সিনেমাটি পরিচালনা করেছেন বিজয় কৃষ্ণ আচার্য।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়