শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৮, ০৫:৩০ সকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০১৮, ০৫:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশেই হবে জাপানের হোন্ডা

বাংলাদেশ জার্নাল : এখন থেকে বাংলাদেশেই হবে জাপানের হোন্ডা। সেই লক্ষ্যেই আজ মুন্সিগঞ্জের আবদুল মোনেম ইকোনমিক জোনে ২৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত হল হোন্ডা কারখানা। যেখানে উৎপাদন হবে জাপানের হোন্ডা। আজ রোববার বেলা ১১টার দিকে কারখানাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বাংলাদেশ ও জাপানের যৌথ উদ্যোগে মুন্সীগঞ্জের গজারিয়ায় স্থাপিত হয়েছে মোটরসাইকেল ফ্যাক্টরি।

আগামী পাঁচ বছরে দেশের মোটরসাইকেল শিল্পে প্রত্যক্ষ ও পরক্ষভাবে ১৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। মোটরসাইকেল কারখানা উদ্বোধনকালে তিনি এমন আশা প্রকাশ করেন। শিল্পমন্ত্রী বলেন, ‘আগমী পাঁচ বছরের মধ্যে এ শিল্পখাত বিলিয়ন ডলারে উন্নিত হবে।’ এ সময়ের মধ্যে দেশে মোটর সাইকেল উৎপাদনের পরিমাণ ১০ লাখে উন্নীত করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘দেশেই জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের মোটর সাইকেল উৎপাদন আমাদের সরকারের লক্ষ্য। আগমী ২০২৫ সালের মধ্যে মোটরসাইকেল বিশ্বখাতের ব্যাপক উন্নয়নের সরকার কাজ করছে।’

আমির হোসেন আমু আরও বলেন, ‘জাতীয় মোটর সাইকেল উন্নয়ন নীতিমালা প্রণয়নের ফলে ইতিমধ্যেই এখাতে কয়েক হাজার দক্ষ জনবল সৃষ্টির পাশাপাশি দেড় হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন ইন্টার-পার্লামেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের নির্বাহী পরিচালক পবন চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি, হোন্ডা মোটর কোম্পানি লিমিটেডের সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর এর চিফ অফিসার ইয়োশি ইয়ামানে, হোন্ডা মোটর কোম্পানি লিমিটেডের অপারেটিং অফিসার নোরিয়াকি, হোন্ডা মোটর কোম্পানি লিমিটেডে এশিয়া রিজিয়নের প্রধান কর্মকর্তা মাসায়াকি ইগারাশি, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইউইচিরো ইশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়