Skip to main content

ময়মনসিংহ-৮ আসনে নৌকার পক্ষে মনোনয়ন নিলেন ডা. রেজাউল

ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহ-৮ সংসদীয় আসন থেকে নৌকার পক্ষে মনোনয়ন নিলেন ডা. রেজাউল করিম তুষার। খোঁজ নিয়ে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনে নৌকার কাণ্ডারি হিসেবে শীর্ষ অবস্থানে রয়েছেন তিনি। দলের নেতাকর্মী ও স্থানীয়রা জানিয়েছেন, মূলত ময়মনসিংহ-৮ আসনটি জাতীয় পার্টির দখলে। ওই এলাকার নৌকার অবস্থান এখনও কোন্দলে জর্জরিত। এই কোন্দল থেকে পরিত্রাণ পেতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার নতুন মুখ খোঁজা হচ্ছে। এদিকে, ডা. রেজাউল করিম তুষার সেই এলাকা থেকে নৌকার পক্ষে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এমপি ইলেকশন করার ইচ্ছা পোষণ করেছেন বলে জানা গেছে। তিনি বর্তমানে বঙ্গবন্ধু গবেষণা সংসদের সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক, বঙ্গবন্ধু গবেষণা সংসদের স্বাস্থ্য ও অটিজম বিষয়ক উপকমিটির সদস্য, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ইন্টার্ন চিকিৎসক পরিষদের (সিবিএমসিবি ইউনিট) সাবেক যুগ্ম সম্পাদক। ছাত্র জীবন থেকেই স্বাধীনতার স্বপক্ষের রাজনীতির সঙ্গে জড়িত।

অন্যান্য সংবাদ