শিরোনাম
◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী 

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৮, ০৪:২০ সকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০১৮, ০৪:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আকাশে মাতৃত্বের নজির গড়লেন বিমানবালা

অনলাইন ডেস্ক : আকাশে উড়ছে বিমান। আর সেই বিমানে নিজের দায়িত্ব পালন করছেন প্যাট্রিশা ওরগানো। এমন সময়ে এক শিশুর কান্নার শব্দ শুনতে পান। পরে সেখানেই মানবিকতার অন্য নজির গড়লেন তিনি। যার জন্য তাকে অভিবাদন জানান হাজারো মানুষ। ঘটনাটি ঘটে ফিলিপাইন এয়ারলাইনসের একটি বিমানে।

ফিলিপাইনের একটি শিশু বিষয়ক গণমাধ্যমে বলা হয়, বিমানটি আকাশে উড়ছিল। এমন সময়ে এক শিশুর কান্নার শব্দ শুনতে পান প্যাট্রিশা। তিনি খোঁজ নিয়ে দেখেন, শিশুটি খিদের জ্বালায় কাঁদছে। তার মা সমস্যায় ছিলেন। কারণ শিশুটির জন্য আনা ফর্মুলা মিল্ক অর্থাৎ ‘টিনের দুধ’ শেষ হয়ে গিয়েছে। ওদিকে বিমানের ভিতরেও তেমন কোনও বিকল্প ব্যবস্থা ছিল না। প্যাট্রিশা তৎক্ষণাৎ শিশুটির মাকে জানান, তিনি শিশুটিকে স্তন্যপান করাতে চান। অনুমতি পেলে শিশুটিকে নিয়ে স্তন্যদান করেন প্যাট্রিশা।

এই বিমানবালা তার ফেসবুকে লেখেন, সেই সময়ে বিমানেই তার মূল্যায়ন চলছিল প্রোমোশনের জন্য। তিনি সেই কাজ রেখে শিশুটিকে স্তন্যপান করান। পরে তিনি জানিয়েছেন, মূল্যায়নের সঙ্গে তার এই কাজের কোনও বিরোধ নেই। আর তিনি প্রোমোশনের কথা মাথায় রেখে এমনটি করেননি। এটা একান্তই মাতৃত্বের ভালোবাসা বোধ থেকে উঠে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়