শিরোনাম
◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৮, ০৩:৪৩ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০১৮, ০৩:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনোনয়নপত্র কিনেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ

অনলাইন ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। রবিবার দুপুর ১২টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে তিনি এ মনোনয়নপত্র ক্রয় করেন।

এ সময় শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কামাল উদ্দিন আকন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুল, মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, সাধারণ সম্পাদক এম এমদাদুল হকসহ দুই উপজেলার দলীয় অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শরণখোলার কৃতিসন্তান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ মনিরুজ্জামান বাদলের জামাতা বদিউজ্জামান সোহাগ মনোনয়নপত্র কেনার খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে এলাকায় তার কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। বিশেষ করে নতুন ভোটারদের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

বাগেরহাট-৪ আসন থেকে আরও সাতজন প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন পত্র কিনেছেন। তারা হলেন, বর্তমান এমপি ডা. মো. মোজাম্মেল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক অতিরিক্ত আইজিপি আব্দুর রহিম খান, কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য মো. জামিল হোসাইন, লায়ন শামসুল আলম, সুপ্রীম কোর্টের আইনজীবী এ্যাড. প্রবীর রঞ্জন হালদার ও ঢাকাস্থ মা-মমতা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. এইচ এম রানা হাসান। ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়