শিরোনাম
◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৮, ০৩:৩১ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০১৮, ০৩:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখনো নৌকার দাবিতে অনড় মেয়র আইভী

অনলাইন ডেস্ক : নাসিক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, অবশ্যই নারায়ণগঞ্জে আমরা চাই নৌকা দেওয়া হোক। কেবল সদর-বন্দর নয়, সব আসনেই নৌকা দেওয়া হোক। তারপরেও নেত্রী যাকেই দিবেন আমাদের তাকেই মেনে নিতে হবে এই কথাটি আপনারা মাথায় রাখবেন। কারণ বর্তমান প্রধানমন্ত্রী ভবিষ্যতে প্রধানমন্ত্রী না হতে পারেন তাহলে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের সকলের কাজ করা কঠিন হয়ে যাবে।১৯৭৫-এর পরে যে বিভীষিকাময় পরিস্থিতি ছিল সমগ্র বাংলাদেশে আবারও সেই পরিস্থিতি সৃষ্টি হবে। আমাদের উচিত সেদিকে দৃষ্টি রাখা।

রবিবার দুপুরে দুই নম্বর রেল গেইট সংলগ্ন আওয়ামী লীগের কার্যালয়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্বলের উদ্যোগে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবলীগের সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আমরা সকলেই জানি যুবলীগ কে প্রতিষ্ঠা করেছিল। আজকের এই দিনে শেখ ফজলুল করিম মনি ভাইয়ের কথা স্মরণ করছি। আপনারা সকলেই জানেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় তখন নির্মমভাবে মনি ভাইকে এবং তার অন্তঃসত্বা স্ত্রী আরজু মনিকেও হত্যা করা হয়। এই বিভীষিকাময় দিনের শোককে শক্তিতে পরিণত করে যুবলীগ আজ ৪৬ বছর যাবত এগিয়ে যাচ্ছে। অতন্দ্র প্রহরীর মতো বাংলাদেশ আওয়ামী লীগের সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে দূর্বার গতিতে। আমার দৃঢ় বিশ্বাস ভবিষ্যতেও যুবলীগ এই কাজটিই করে যাবে।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে মেয়র আইভী বলেন, সামনে নির্বাচন তাই আপনাদের কাছে একান্তই অনুরোধ আপনারা সব কিছুতেই যেখানেই বসেন না কেন একটি চায়ের আড্ডা থেকে শুরু করে সামাজিক আচার-বিচার, বিবাহ বার্ষিকী যেকোন অনুষ্ঠানে আপনারা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার কর্মকাণ্ডগুলো সকলের সামনে তুলে ধরবেন। আপনারা নিজেও চেষ্টা করবেন আদর্শবান রাজনীতিবিদ হওয়ার জন্য। সব ধরনের দ্বন্দ্বাত্মক, হিংসাত্মক ধরণের কর্মকাণ্ড পরিহার করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেগুলো আপনারা বলে যাবেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাদির, আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ কমিটির সদস্য কামাল মৃধা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, তথ্য বিষয়ক সম্পাদক খালিদ হাসান, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল প্রমুখ। ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়