শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৮, ০৩:০৮ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০১৮, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংলাপ প্রক্রিয়াকে পেছন থেকে ছুরিকাঘাত করা হয়েছে : সেলিম

সাজিয়া আক্তার : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, সংলাপ প্রক্রিয়াকে পেছন থেকে ছুরিকাঘাত করে রাজনীতির ট্র্যাডিশনকে ধ্বংস করা হয়েছে।

যমুনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টকশোতে তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়েছে, সেখানে আমাদের দেশে আগামী নির্বাচন অবাধ নিরপেক্ষ হবে না। অবাধ নিরপেক্ষ করতে হলে নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে। পেশি শক্তির দাপট, প্রশাসনিক কারসাজি এবং মানুষকে বিভ্রান্তি মুক্ত করা, এসবকিছু থেকে নির্বাচন ব্যবস্থা মুক্ত নয়। তাই গোটা নির্বাচন ব্যবস্থা ঢেলে সাজিয়ে সংখ্যানুপাতিক ব্যবস্থা করতে হবে।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, অবাধ নিরপেক্ষ নির্বাচন আর অংশগ্রহণমূলক নির্বাচন দুটো দুই জিনিস। অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য সংলাপ চলবে। কিন্তু অংশগ্রহণমূলক করার জন্য আমরা কতোগুলো প্রস্তাবনা হাজির করেছিলাম। নির্বাচনকালীন সরকার করতে হবে, পার্লামেন্ট ভেঙে দিতে হবে এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এটা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বামজোটের ৩ ঘণ্টা সংলাপ হলো। সেখানে প্রধানমন্ত্রী বললেন, ৮ তারিখে প্রেস কনফারেন্সে সংলাপের ফলাফল প্রকাশ করার কথা। আমরা ফলাফলের জন্য অপেক্ষা করেছিলাম। কিন্তু ফলাফল প্রকাশ করার আগেই নির্বাচন কমিশন কী বিবেচনায় তফসিল ঘোষণা করে দিলেন?

তিনি বলেন, আমরা একা একজন লোকের উপর সিদ্ধান্ত ছেড়ে দেই না। এটা যৌথভাবে বসে ঠিক করতে হয়। নির্বাচন কমিশন থেকে বলা হলো, তৃণমূলের অভিমতের ভিত্তিতে নমিনেশন দিতে হবে, যাতে করে নমিনেশন বাতিল না হয়। তাহলে শাখা, থানা, উপজেলা, জেলা কমিটি এবং সাধারণ মানুষের মতামত নিয়ে আমরা কীভাবে নির্বাচন করবো। আমাদের অংশগ্রহণ অসম্ভব করে তোলার জন্য ছক অনুযায়ী ফাঁদ তৈরি করা হয়েছে? আমরা এই ফাঁদ কিছুতেই কার্যকর হতে দিবো না। আমরা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য সংলাপ করবো, তার জন্য তফসিল বদলাতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়