শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৮, ০২:৩৫ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০১৮, ০২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিনদিনে আ. লীগের ৩ হাজার ৫৯৫টি মনোনয়নপত্র বিক্রি

আহমেদ জাফর: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন প্রত্যাশীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। গত তিনদিনে প্রায় ৪ হাজার মনোনয়ন ফরম বিতরণ করেছে আওয়ামী লীগ। আর জমা পড়েছে ৬০০টির বেশি।

দলীয় সূত্রে জানা যায়, প্রতিটি মনোনয়ন ফরম তুলতে নেয়া হচ্ছে ৩০ হাজার টাকা। গতবার নেয়া হয়েছিল ২৫ হাজার টাকা করে। মনোনয়নপত্র বিতরণের প্রথমদিন ১ হাজার ৩২৮টি বিতরণ হয়েছিল। দ্বিতীয় দিন শনিবার বিতরণ হয়েছে ১ হাজার ৮৭২টি। অর্থাৎ দুইদিনে ৩ হাজার ২০০ মনোনয়নপত্র বিতরণ করেছে আওয়ামী লীগ। আজ আরও ৭০০টি মনোনয়ন ফরম বিক্রি হয়ে বিকাল ৩টা অবধি। মানে সব মিলিয়ে প্রায় ৪ হাজার মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

সূত্র জানায়, গত দুইদিনে মনোনয়ন ফরম জমা পড়েছে ১২০০টি। আগামীকাল সোমবার পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি চলবে। আগামী ১৪ নভেম্বর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

আশা করা হচ্ছে এবার প্রায় ৫ হাজার মনোনয়ন ফরম বিক্রি হতে পারে। সে হিসেবে মনোনয়ন ফরম থেকে প্রায় ১৫ কোটি টাকা উঠার কথা রয়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে মোট ২ হাজার ৬০৮ জন আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছিলেন। এবার মনোনয়ন সংগ্রহকারীর সংখ্যা প্রায় দ্বিগুণ।

 

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়