শিরোনাম
◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৮, ০১:০৪ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০১৮, ০১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাইতে ৫’শ কোটি ডলারের আবাসিক প্রকল্পে ১ হাজার বাড়ি বিক্রি

রাশিদ রিয়াজ : দুবাই উপকূলে যে ৬টি দ্বীপ সংযুক্ত করে বিলাসবহুল আবাসিক প্রকল্পে ৪ হাজার বাড়ি তৈরি হয়েছে তার ১ হাজার বাড়ি বিক্রি হয়ে গেছে। এসব বাড়ির মূল্য ১৬ থেকে ১’শ মিলিয়ন ডলার। পুরো প্রকল্পে ব্যয় করা হয়েছে ৫’শ কোটি ডলার। আবাসিক প্রকল্প বাস্তবায়ন করছে যে ডেভলপার কোম্পানি ক্লেইনডিনস্ট’এর চেয়ারম্যান জোসেফ ক্লেইনডিনস্ট বলছেন, অধিকাংশ বাড়ি জার্মানি, ভেনিস, সুইডেন, সুইজারল্যান্ড ও সেন্টপিটার্সবার্গের বিখ্যাত আবাসিক এলাকার অনুকরণে তৈরি করা হয়েছে। আরব বিজনেস

জোসেফ বলেন, পুরো প্রকল্পটি বিশ্বের মানচিত্রের আদলে গড়ে তোলা হয়েছে। মানুষের হাতে তৈরি ৩’শ দ্বীপ রয়েছে পুরো প্রকল্প জুড়ে। আগামী ২০২০ সালে যে দুবাই এক্সপো আরম্ভ হবে তার আগেই প্রকল্পের কাজ শেষ হবে। ওই এক্সপোতে আড়াই কোটি দর্শক জড়ো হবেন বলে আশা করা হচ্ছে। জোসেফ বলেন, সেকেন্ড হোম ধরনের এ প্রকল্প দুবাই এক্সপোতে বিশ্ব নাগরিকদের মন সহজেই কেড়ে নেবে। যদিও দুবাইতে বাড়ির দাম ১০ থেকে ১৫ শতাংশ কমেছে তবে এ প্রকল্পটি নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই বলেও জানান তিনি। গত সেপ্টেম্বরে ‘দি হার্ট অব দি ইউরোপ’ নামের এ প্রকল্প পরিদর্শন করে যান সারাবিশ্ব থেকে আগত আবাসিক ব্রোকার ও বিনিয়োগকারী। আগামী ১’শ দিনের মধ্যে প্রকল্পে পাঁচতারকা একটি হোটেল চালু হতে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়