শিরোনাম
◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৮, ১২:৩৯ দুপুর
আপডেট : ১২ নভেম্বর, ২০১৮, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নির্বাচন নিয়ে গুজব ছড়ালে কঠোর পদক্ষেপ’

মাহফুজ নান্টু: কুমিল্লা প্রশাসক মো:আবুল ফজল মীর বলেছেন, আসন্ন একাদশতম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গুজব ছড়ালে অভিযুক্ত ব্যক্তি বা গোষ্ঠির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

রোববার কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক আইনশৃংখলা কমিটির সভায় সভাপতির বক্তব্য তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ইতিমধ্যে কুমিল্লা জেলা প্রশাসন থেকে সর্বসাধারণের উদ্দেশে বিজ্ঞপ্তি জারি করেছি যে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী ব্যানার ফেস্টুন পোস্টার সরিয়ে নেয়ার জন্য।

সভায় উপস্থিত কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম (বিপিএম)বার পিপিএম, তার বক্তব্য বলেন, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই জেলায় সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা সুষ্ঠ ও কঠোর নিরাপত্তার মাধ্যমে উদযাপিত হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলাবাসীর সার্বিক সহযোগিতা ছিলো। আমি নিজে জেলার সতেরোটি উপজেলার পূজামন্ডপ পরিদর্শন করেছি। আমার পুলিশ সদস্যরা সব সময় সক্রিয় ছিলো। সামনে জাতীয় সংসদ নির্বাচন। সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে পুলিশ সদস্যরা তৎপর রয়েছে।

জেলাবাসীকে উদ্দেশ্য করে পুলিশ সুপার নুরুল ইসলাম বলেন, নির্বাচনে গুজব ছড়িয়ে সাধারণ মানুষের জানমালের ক্ষতি সাধন করার যদি কোন ব্যক্তি বা গোষ্ঠি তৎপরতা চালায় সেক্ষেত্রে পুলিশ কঠোরতম অবস্থান থেকে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্ঠিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

সভায় প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে জেলা প্রশাসক মো:আবুল ফজল মীরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাহিদ হোসেন ছিদ্দিকের সঞ্চালনায় সভায় উপস্থিত র‌্যাব-১১ কুমিল্লার কোম্পানী কমান্ডার বলেন, সম্প্রতি উদযাপিত দুর্গাপূজায় পুলিশের সাথে র‌্যাবের সদস্যরা সার্বিক্ষণিক সমন্বিত টহল পরিচালনা করেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে র‌্যাবের সক্রিয় অবস্থান থাকবে।

এদিকে জেলা বারের পিপি মোস্তাফিজুর রহমান লিটন ও আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আমিনুল ইসলাম টুটুল জেলা পুলিশ সুপারের প্রতি আহবান জানিয়ে বলেন, যে কোন নির্বাচনকে প্রভাবিত করতে আত্মীয় পরিচয়ে বহিরাগত সন্ত্রাসীরা বিভিন্ন এলাকায় অবস্থান নেয়। এ বিষয়ে যেন পুলিশ সদস্যরা সজাগ থাকে। সভায় জেলায় জঙ্গি তৎপরতা প্রতিরোধে মসজিদগুলোতে খুৎবার সময় ইমামদের ভূমিকা রাখার বিষয়ে বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক প্রশাসক ও কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আলহাজ মো: ওমর ফারুক। জেলা স্বাস্থ্য বিভাগের কার্যক্রম বিষয়ে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা:মজিবুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়