শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৮, ১২:০৭ দুপুর
আপডেট : ১২ নভেম্বর, ২০১৮, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশাল-৬ আসনে তৃণমূলের মতামতে প্রার্থী দিতে বিএনপির সংবাদ সম্মেলন

খোকন আহম্মেদ হীরা, বরিশাল: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে সাবেক সাংসদ আবুল হোসেন খানকে বিএনপির মনোনয়ন দেয়া হলে নিশ্চিত ভরাডুবির আশংকা প্রকাশ করেছেন বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। এজন্য তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রার্থী মনোনয়ন দিতে কেন্দ্রীয় নেতাদের কাছে দাবি করা হয়।

রোববার বেলা ১১টায় জাতীয়তাবাদী দল বাকেরগঞ্জ উপজেলা ও পৌর ঐক্য পরিষদের ব্যানারে বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাকেরগঞ্জ উপজেলা জাতীয় ঐক্য পরিষদের সমন্বয়ক হারুন-অর রশিদ সিকদার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বাকেরগঞ্জ উপজেলার সাবেক সাংসদ আবুল হোসেন খান ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি একছত্র আধিপত্য বিস্তার করে। এতে সংগঠনের ত্যাগী নেতারা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তিনি বাকেরগঞ্জ বিএনপিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছেন। ফলে দীর্ঘদিন থেকে বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছেন।

সংবাদ সম্মেলনের আরও উল্লেখ করা হয়, আবুল হোসেন খান ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির সাধারণ সম্পাদক সিকদার খলিলুর রহমানের বিরোধিতা করেন। এ কারণে তাকে কেন্দ্র থেকেও শোকজ করা হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিকদার, জেলা বিএনপির সদস্য আব্দুস শুক্কুর বাচ্চু নেগাবান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শওকত হোসেন হাওলাদার, উপজেলা কৃষক দলের আহবায়ক রত্তন আলী বিশ্বাস, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব রুহুল আমিন জোমাদ্দার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়