শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০১৮, ১১:৫৬ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০১৮, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেনদেন কমলেও সূচকে ঊর্ধ্বগতি

আরিফুর রহমান তুহিন: দেশের প্রধান পূঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসসি) আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। তবে এই দিন মূল্য সূচকের উত্থানের মাধ্যরম লেনদেন শেষ হয়েছে। একই অবস্থা ছিলো চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জে (এসএসসি)। পূঁজিবাজার সূত্রে এই তথ্য জানা গেছে।

ডিএসসি সূত্র জানায়, রোববার ওই বাজারে মোট লেনদেন হয়েছে ৫২৭ কোটি ৪৪ লাখ টাকার শেয়ারের। যা আগের দিনের চেয়ে ৬৬ কোটি ২৬ লাখ টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিরো ৫৯৩ কোটি ৭০ লাখ টাকার শেয়ার। মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ১৩১টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৭৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২১৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৬৮ পয়েন্টে।
অপর পূঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন হয়েছে ১৯ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ১৫৬ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ২৪৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির শেয়ার দর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়