শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০১৮, ১১:২৮ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০১৮, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিকদের হেনস্তার খবর ঢাকতেই শাকিবের নির্বাচনের ফাঁকা আওয়াজ

মহিব আল হাসান : গতকাল (শনিবার) হঠাৎ করেই শাকিব খান আসন্ন নির্বাচনের মনোনয়ন কিনবেন বলে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ হয় তিনি দেশের বৃহত্তর রাজনৈতিক দল আওয়ামী লীগ থেকে মনোনয়ন কিনবেন। রাত পেরুতেই শাকিব খান জানান জাতীয় নির্বাচন নয় এবারের শিল্পী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি।

এ প্রসঙ্গে শাকিব খান গণমাধ্যমকে জানান, ‘নির্বাচন করছি না। আমি সিনেমা নিয়ে ব্যস্ত থাকতে চাই। এখন যদি নির্বাচনে অংশগ্রহণ করি তাহলে ক্যারিয়ার নষ্ট হবে। আমার ছবি দর্শক দেখবে না। তাই বর্তমানে আমি সিনেমার মধ্যে থাকতে চাই। নির্বাচন নিয়ে ভাবছি না। সামনে শিল্পী সমিতির নির্বাচন সেটা নিয়ে এখন ভাবছি।

এদিকে গেল বৃহস্পতিবার এফডিসিতে একটি ছবির শুটিং চলাকালে তার ছবির পরিচালক ও ইউনিটের সঙ্গে চলচ্চিত্র সহকারি পরিচালকদের দ্বন্দ্ব বাধে। এ সময় শাকিব খান নিজেও বিবাদে জড়িয়ে পড়েন। সেখানে উপস্থিত কয়েকজন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনে সেই ঘটনার ছবি ও ভিডিও ধারণ করছিলেন। সেখানে শাকিব খান হঠাৎ করেই সাংবাদিকের উপরে চড়াও হন অশ্লীল ভাষায় সাংবাদিকদের গালিগালাজ এবং মুঠোফোন কেড়ে নিয়ে সব ফাইল মুছে দেন।

এ বিষয়ে শনিবার ভুক্তভুগী দুই সাংবাদিক জিয়া উদ্দিন আলম ও সুদীপ্ত সাইদ খান তাদেরকে হেনস্তা করার অভিযোগ এনে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কাছে লিখিত অভিযোগ করেছেন। ৩ সমিতির পক্ষ থেকেই জানানো হয়েছে সাংবাদিকদের লাঞ্ছিতের ঘটনায় সমিতির পক্ষ থেকে যথাযত ব্যবস্থা নেয়া হবে।

সাংবাদিক হেনস্তা করা ও পেশাগত কাজে বাধা দেওয়ার ঘটনা নিয়ে বর্তমানে চলচ্চিত্র পাড়ায় এখন উত্তাল পরিবেশ বিরাজ করছে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন শাকিব খানের সাংবাদিকদের সাথে এমন উন্মাদ আচরণ ঢাকতেই নির্বাচনের খবর প্রকাশ করা হচ্ছে। বিষয়টি যাওয়া অপ্রীতিকর ঘটনা ধামাচাপা দেয়ার জন্যই শাকিব নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন।

হেনস্তার শিকার হওয়া সাংবাদিক সুদীপ্ত সাঈদ খান মনে করেন, সাংবাদিকদের হেনস্তার খবর ঢাকতেই শাকিবের এই ফাঁকা আওয়াজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়