শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০১৮, ১১:১৩ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০১৮, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত

আরএইচ রফিক,বগুড়া: বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সামনে থাক এক বাসের হেলপার পরে গিয়ে নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে রোববার ভোর ৬টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের রহিমাদ এলাকায় সেনা স্মরণীয় সামনে। এঘটনায় আহত হয়েছেন এক যাত্রী । নিহত আব্দুর রহমান মিয়া(২৮)। দিনাজপুর সদর উপজেলার নীলসাগর বালুবাড়ি গ্রামের ওহাব আলীর ছেলে ।

পুলিশ ও স্থানীয় একটি সূত্রে জানা গেছে , শনিবার দিবাগত মধ্যরাতে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী রুপা পরিবহনের একটি বাস উল্লেখিত সময়ে ওই এলাকায় পৌছলে সেখানে মহাসড়কের একটি গতিরোধক দেখে চালক বাসের গতি কমিয়ে ফেলেন। একই সময়ে পেছন থেকে থাকা এসআই পরিবহনের একটি বাস (চট্ট মেট্রো ব ১৫-২৩০৪)’র সামনে থাকা রুপা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১১-০২৮৮)’র বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে রুপা পরিহনের বাসের হেলাপার আব্দুর রহমান ও এক বাস যাত্রী বাস থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়ে যায়।

ফলে ওই সময় পেছনে থাকা এসআই পরিহনের বাসটি দ্রুত পাশ কাটিয়ে যাবার সময় পড়ে যাওয়া হেলপারকে চাপা দেয় । এতে করে গুরুতর আহত হন হেলপার আব্দুর রহমান। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় আহত যাত্রী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন ।

বিষয়টি নিশ্চিত করে শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি সার্বিক) জিয়া লতিফুল ইসলাম জানান, ঘাতক বাসটি আটক করা হলেও চালক-হেলপারকে আটক করা যায়নি ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়