শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০১৮, ০৬:২৩ সকাল
আপডেট : ১১ নভেম্বর, ২০১৮, ০৬:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এরশাদ ঢাকা-১৭সহ ৩টি অাসনের ফরম নিলেন

মো. ইউসুফ আলী বাচ্চু: একাদশ জাতীয় নির্বাচনের অংশগ্রহণকারীদের মাঝে মনোনয়ন ফরম বিক্রয় শুরু করেছে জাতীয় পার্টি। দুপুর ১২টার সময় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মনোনয়ন ফরম ক্রয় করেন। তিনি ঢাকা-১৭, রংপুর-৩ এবং সাতক্ষীরা-৪ অাসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এরপর দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ ময়মনসিংহ-৪, অপর কো-চেয়ারম্যান জিএম কাদের লালমনিরহাট-৩, পার্টির মহাসচিব পটুয়াখালী-১ ও ৪ এবং ঢাকা-৪ থেকে সৈয়দ অাবু হোসেন বাবলা, ঢাকা-১ থেকে সালমা ইসলাম, ঢাকা-১৩ থেকে শফিকুল ইসলাম সেন্টু, খুলনা-১ থেকে সুনীল শুভ রায়, লালমনিরহাট-১ থেকে মেজর অব. খালেদ অাখতার, নারায়ণগঞ্জ-৩ থেকে লিয়াকত হোসেন খোকা, মানিকগঞ্জ-৩ অাসনে জহিরুল অালম রুবেলসহ দলের কয়েকজন হেভিওয়েট নেতা হুসেইন মুহম্মদ এরশাদের হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। ১৩ বিকাল ৫টা পর্যন্ত এ ফরম বিক্রয় করা হবে। ১৪ তারিখে প্রার্থীদের সাক্ষাতকার গ্রহণ হবে।

ফরম নেয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে এরশাদ বলেন, অামরা ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত।অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে অামরা এগিয়ে চলছি। অামাদের যাত্রা শুরু হলো, নির্বাচনে জয়ের মাধ্যমে এ যাত্রা শেষ হবে। তিনি দলীয় নেতাদের মনোনয়ন ফরম কেনার অাহ্বান জানিয়ে বলেন, অামরা এ যাত্রায় তোমাদের সহযোগীতা চাই।

এদিকে নিজেদের কর্মী সমর্থকদের নিয়ে ব্যাপক শোডাউন করে শক্তি প্রর্দশনের মাধ্যমে দলীয় মনোনয়ন ফরম কিনছেন জাতীয় পার্টির নেতারা। কর্মীরা ব্যান্ড পার্টি, লাঙ্গল ও ফেস্টুন নিয়ে ইমিনুয়েলস প্রাঙ্গন শ্লোগানে কম্পিত করে তুলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়