শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০১৮, ০৬:১৭ সকাল
আপডেট : ১১ নভেম্বর, ২০১৮, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জোটগতভাবে নিবাচন যাবে কল্যাণ পার্টি

শাহানুজ্জামান টিটু: জোটগতভাবে কল্যাণ পার্টি নির্বাচনে অংশগ্রহণ করার পক্ষে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে কল্যাণ পার্টি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

'একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কল্যাণ পার্টির অবস্থান ও যোগদান' উপলক্ষে এ অনু্ষ্ঠানের আয়োজন করা হয়।

সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, শনিবার রাতে সর্বশেষ ২০ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এরআগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বশেষ জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক হয়েছে। বৈঠকগুলোতে সকল দল তাদের মতামত দিয়েছে। কল্যাণ পার্টি মতামত দিয়েছে যে, জোটগতভাবে কল্যাণ পার্টি নির্বাচনে অংশগ্রহণ করার পক্ষে। একা নয়।

তিনি জানান, ২০ দলীয় জোটের বৈঠকের আলোচনায় বারবার উঠে এসেছে যে, নির্বাচনে অংশগ্রহণ হবে আন্দোলনে অংশ।

সৈয়দ ইবরাহিম বলেন, বেশ কিছুদিন ধরে নির্বাচনে যাওয়া ও না যাওয়ার বিষয় নিয়ে বিভিন্ন ধরণের কথা-বার্তা চলছে। ভবিষ্যতেও চলবে। কিন্তু নির্বাচন অনুষ্ঠানের এখনো অনেক দিন বাকী রয়েছে।

এরআগে কল্যাণ পার্টিতে মাহমুদ খান, শামসুদ্দিন পারভেজসহ ৩০ নতুন নেতা যোগদান করেন। বক্তব্যের শুরুতেই কল্যাণ পার্টির নতুন সদস্যদেরকে স্বাগত জানান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

অনুষ্ঠানে কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়