শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০১৮, ০৬:১৮ সকাল
আপডেট : ১১ নভেম্বর, ২০১৮, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিঙ্গাপুর-ভারত সামুদ্রিক মহড়ায় রেকর্ড সংখ্যক যুদ্ধজাহাজ অংশ নিচ্ছে

ইসমাঈল হুসাইন ইমু : সিঙ্গাপুর ও ভারতের নৌবাহিনীর মধ্যে আয়োজিত এবারের দ্বিপাক্ষিক সামুদ্রিক মহড়ায় রেকর্ড সংখ্যক যুদ্ধজাহাজ, বিমান ও সাবমেরিন অংশ নিচ্ছে। সিঙ্গাপুর প্রতিরক্ষামন্ত্রণালয় এ তথ্য জানায়। গত শনিবার থেকে এই মহড়া শুরু হয়েছে ও ২১ নভেম্বর পর্যন্ত চলবে। সিঙ্গাপুর-ইন্ডিয়া মেরিটাইম বাইলেটেরাল এক্সারসাই (সিমবেক্স)-এর ২৫তম বছর চলছে। বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে অনুষ্ঠিত এবারের মহড়ায় ৩০টি’র মতো বিমান যুদ্ধজাহাজ ও সাবমেরিন অংশ নিচ্ছে।

 

এবারের মহড়ায় দুই নৌবাহিনীর সদস্যরা লাইভ ফায়ারিং এক্সারসাইজ ও নেভাল ওয়ারফেয়ার ড্রিলে অংশ নেবে। সিঙ্গাপুর ও ভারতীয় নৌবাহিনীর সিনিয়র অফিসাররা পরস্পরের নৌযানে আনুষ্ঠানিক পরিদর্শনে যাবে। সিঙ্গাপুর ও ভারতীয় সামরিক বাহিনী অনেক বছর ধরেই যৌথ মহড়া ও প্রশিক্ষণ চালিয়ে আসছে। দুই দেশে মধ্যে বেশ কিছু দ্বিপাক্ষিক চুক্তিও রয়েছে।

 

২০১৩ সালে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চুক্তি নবায়ন হয়। আর নৌ ও বিমানবাহিনীর চুক্তিগুলো নবায়ন হয় ২০১৭ সালে। ১৯৯২ সালের শুরু হওয়ার পর এই প্রথম সিমবেক্স-এ এন্টি-এয়ার, এন্টি-সারফেস ও এন্টি-সাবমেরিন ওয়ারফেয়ার অনুশীলন করা হবে। প্রথম মহড়ায় শুধু এন্টি-সাবমেরিন ওয়ারফেয়ারের উপর মনযোগ দেয়া হয়েছিলো। ২০০৩ সালে এই অনুশীলনেই দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম সিঙ্গাপুর নৌবাহিনী সফলতার সঙ্গে একটি চলমান সাবমেরিন লক্ষ্য করে টর্পেডো ছুঁড়তে সক্ষম হয়।

 

প্রথম মহড়া শুরুর পর থেকে সিঙ্গাপুর নৌবাহিনী সাবমেরিন-বিরোধী যুদ্ধে ব্যাপক দক্ষতা অর্জন করেছে। এই সময়ের মধ্যে এন্টি-সাবমেরিন সামর্থ্য রয়েছে এমন বহুসংখ্যক যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। এগুলোর মধ্যে মিসাইল করভেট, এন্টি-সাবমেরিন পেট্রোল ভেসেল, ফ্রিগেট, সাবমেরিন, ও নেভাল এয়ার এসেট রয়েছে।  সূত্র: ফোর্সেস নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়