শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০১৮, ০৫:৩৯ সকাল
আপডেট : ১১ নভেম্বর, ২০১৮, ০৫:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্নীতির দায়ে ফিলিপাইনের সাবেক ফার্স্টলেডি ইমেলদার ৪২ বছর জেল

রাশিদ রিয়াজ : গত শুক্রবার গ্রেফতার করা হয় ফিলিপাইনের সাবেক ফার্স্টলেডি ইমেলদা মার্কোসকে। দুই দশক ধরে তার স্বামী ফার্দিনান্দ মার্কোস দোর্দন্ড প্রতাপের সঙ্গে ফিলিপাইন শাসন করেছেন। অন্তত ৭টি বড় ধরনের দুর্নীতির দায়ে আদালত ৮৯ বছরের ইমেলদাকে ৪২ বছরের কারাদ- দিয়েছে। তার বিরুদ্ধে একটি অভিযোগ ছিল সুইস ব্যাংকে কুড়ি কোটি ডলার রেখেছিলেন। ইমেলদার বিরুদ্ধে দুর্নীতির সাক্ষীদাতাদের অনেকে মারা যাওয়ায় আদালতে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হতে এত বিলম্ব ঘটল। স্পুটনিক

তবে আদালতের এ রায়ের বিরুদ্ধে ইমেলদা মার্কোসের আইনজীবী আপিল করবেন বলে সাবেক এই ফার্স্টলেডি এক বিবৃতিতে জানিয়েছেন। তাকে কেন গ্রেফতার করা হয়েছে এব্যাপারেও তার আইনজীবী আদালতের শরণাপন্ন হবেন। ইমেলদার বিরুদ্ধে দেয়া এ রায়ের প্রশংসা করেছেন লরেট্টা এ্যান রোসালেস যিনি একজন সাবেক মানবাধিকার কমিশনার এবং ১৯৭০ সালে তিনি ফার্দিনান্ড মার্কোসের শাসনামলে নির্যাতনের শিকার হন। নিউইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাতকারে রোসালেস বলেন, আমি আনন্দিত এবং এখনো বিচার পাওয়ার সুযোগ রয়েছে। আদালতের এ রায়ের ফলে সত্য বের হয়ে এসেছে।

এদিকে ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে আদালতের এ রায়কে সন্মান জানিয়েছেন বলে তার মুখপাত্র জানান। প্রেসিডেন্ট দুতার্তে এও বলেন, কংগ্রেসওম্যান ইমেলদা মার্কোসের বিরুদ্ধে এ রায় প্রমাণ করেছে যে ফিলিপাইনে কার্যকর ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা রয়েছে যা কোনো পক্ষকে সমর্থন করে না এবং এখনো আইনের প্রতিকার পাওয়া যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়