শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০১৮, ০৪:৫৪ সকাল
আপডেট : ১১ নভেম্বর, ২০১৮, ০৪:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুশফিক-মুমিনুলের রেকর্ড জুটিতে শক্ত অবস্থানে বাংলাদেশ (সরাসরি)

আক্তারুজ্জামান : ২৬ রানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের ওপর যখন সিলেট টেস্টের জুজু ভর করে ঠিক তখনই সামনে থেকে দলের হাল ধরেন মুমিনুল। আর তাকে যোগ্য সঙ্গ দেন মুশফিকুর রহিম। ২৬০ রানের জুটি গড়ে এখনো ক্রিজে আছে এই জুটি। বিপদ থেকে উদ্ধার করে বাংলাদেশের তরী ভিড়িয়েছেন নিরাপদ স্থানে।

মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৬ রানে তিন উইকেট নেই বাংলাদেশের। আগের চার টেস্টের দুশো না পেরুনোর লজ্জা হঠাৎই উঁকি দিতে শুরু করেছিল। কিন্তু না, সব কিছু দেখেশুনে খেলে এবং জিম্বাবুয়ের বোলারদের মোকাবেলা করে বাংলাদেশকে চালকের আসনে বাসন মুশফিক ও মুমিনুল জুটি। রেকর্ড জটি গড়ার পথে ক্যারিয়ারের সপ্তম শতক তুলে নেন মুমিনুল। আর তার দেখানো পথে ক্যারিয়ারের ষষ্ঠ শতক তুলে নিয়েছেন সঙ্গী মুশফিকুর রহিমও।

এই প্রতিবেদন লেখার সময় ৮৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ ২৮৮ রান। মুমিনুল ১৫৭ ও মুশফিক ১১০ রানে ক্রিজে আছেন।

এর আগে টস জিতে বাংলাদেশ ব্যাটিং শুরু করে । শুরুতে তারা হোচট খায়।প্রথমে ইমরুল কায়েস সাজ ঘরের ফিরে যান । সপ্তম ওভারে জার্ভিসের বলেই হয় শুরুর সর্বনাশ। শর্টার লেন্থের বল ইমরুল বুঝে ওঠার আগেই ভেতরের কোনায় লেগে জমা পড়ে উইকেটকিপারের হাতে। এই জার্ভিসই এক ওভার বিরতি দিয়ে ফেরান লিটন দাসকে। মিড উইকেটে অলস ভঙ্গিতে খেলতে গিয়ে মিড উইকেটে ক্যাচ তুলে দেন মাভুতার হাতে।

নতুন নামা মিঠুন অভিষেকটা রাঙাতে পারলেন না সফলতায়। বরং বিবেচনাহীন শট খেলে ব্যর্থতা সঙ্গী করে ফিরেছেন। তিরিপানোর একেবারের বাইরের বল অযথা খেলতে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন মিঠুন। আর এই অভিষেকে ৪টি বল খেলে বিদায় নিয়েছেন রানের খাতা খোলার আগেই।

দিনের তৃতীয় ওভারেই উইকেট পতনের মুহূর্ত তৈরি করেছিলেন জার্ভিস। তার শর্টার লেন্থের বল হাল্কা বাঁক নিয়েছিলো শরীরের একটু বাইরে থেকে। তাৎক্ষণিকভাবে ক্যাচ আউটের আবেদন করলে আম্পায়ার ক্যাটেলবোরো আঙুল তুলে দিয়েছিলেন। লিটন রিভিউ নিলে বাতিল হয়ে যায় সেই আবেদন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়