শিরোনাম
◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০১৮, ০৪:০৫ সকাল
আপডেট : ১১ নভেম্বর, ২০১৮, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন শর্ত মানলেই নির্বাচনে যাবে বিএনপি

শাহানুজ্জামান টিটু : খালেদা জিয়ার মুক্তি, প্রধান নিবার্চন কমিশনার পরিবর্তন ও নির্বাচনকালিন সরকারে ন্যূনতম চারটি মন্ত্রণালয় পাওয়ার নিশ্চয়তা পেলে নির্বাচনে যাবে বিএনপি। দলটির একাধিক নীতির্নিধারক জানান, জাতীয় ঐক্যফ্রন্টের যে সাত দফা আছে তার সঙ্গে বিএনপির এই দাবি সাংঘর্ষিক হবে না। দলের সিংহভাগ নেতা মনে করেন, বর্তমান প্রেক্ষিতে নির্বাচনে গেলে তা হবে আত্মঘাতি।

দলের একজন ভাইস চেয়ারম্যান বলেন, স্বল্প পরিসরে তিন শর্তে সরকারের সঙ্গে সমঝোতা হলে নির্বাচনে যেতে প্রস্তুত বিএনপি। এক. নির্বাচনের আগে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তাকে অবাধে চলাচলের সুযোগ দিতে হবে। দুই. বর্তমান সিইসি’র পরিবর্তন করতে হবে। তার অধিনে কোনো নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে না। তিন. স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়সহ চারটি মন্ত্রণালয় বিরোধী দলকে দিতে হবে। এই তিন শর্তে সরকারের সঙ্গে সমঝোতা হলেই বিএনপির নির্বাচনে যেতে কোনো বাধা নেই।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা তো বলিনি নির্বাচনে যাবো না। কিন্তু কোন নির্বাচনে যাবো? আমাদের নেত্রীকে জেলে রেখে নির্বাচনে? আমরা বললাম, তফসিল দেরিতে দেয়ার জন্য কিন্তু তারা শুনলেন না। প্রধানমন্ত্রী আশ্বাস দিলেন, নেতাকর্মীদের গ্রেফতার বা হয়রানি করা হবে না। সভা সমাবেশে কোনো বাধা থাকবে না।

আমাদের কোন দাবির প্রতি কি ইতিবাচক মনোভাব দেখানো হয়েছে? আমরা তো একতরফা নির্বাচনে গিয়ে আওয়ামী লীগকে বৈধতা দিতে পারি না।’ সম্পাদনা : হুমায়ুন কবির খোকন ও সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়