শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০১৮, ১০:২১ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০১৮, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঋণখেলাপিদের জন্য দুই ধরনের বিধান

ডেস্ক রিপোর্ট : কোনো কম্পানির পরিচালক বা ব্যাবসায়িক প্রতিষ্ঠানের অংশীদার হিসেবে কোনো প্রার্থী ঋণখেলাপি হলে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের আগমুহূর্ত পর্যন্ত পরিশোধের সুযোগ পাবেন। কিন্তু অন্য ক্ষেত্রে আগের মতোই মনোনয়নপত্র জমা দেওয়ার সাত দিন আগেই ঋণ পরিশোধ করতে হবে। ব্যক্তিগত টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, পানি বা অন্য কোনো সরকারি সেবা প্রদানকারী সংস্থার বিলও সাত দিন আগেই পরিশোধ করতে হবে। না হলে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হওয়া যাবে না।

নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা জানান, এবার গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনে ঋণখেলাপি সবার জন্য সাত দিন আগের পরিবর্তে মনোনয়নপত্র দাখিলের দিন পর্যন্ত খেলাপি ঋণ পরিশোধের সুযোগ দেওয়া হয়নি। এ বিষয়ে আরপিওর ১২ অনুচ্ছেদের (ড) উপ-অনুচ্ছেদটিই শুধু সংশোধন করা হয়েছে। ঋণ ও বিল খেলাপ বিষয়ে (ঠ) ও (চ) উপ-অনুচ্ছেদ দুটি অপরিবর্তিতই রয়েছে। সম্ভবত অসাবধানতাবশত এ দুটি উপ-অনুচ্ছেদ সংশোধনের বাইরেই থেকে গেছে। এ অবস্থায় এবারের সংসদ নির্বাচনে প্রার্থী হতে কিছুটা সুবিধা পাচ্ছেন ঋণখেলাপি কম্পানি বা ব্যাবসায়িক প্রতিষ্ঠানের পরিচালক বা অংশীদাররা। কোনো ব্যাংক থেকে কৃষিকাজের জন্য নেওয়া ক্ষুদ্রঋণের ক্ষেত্রে খেলাপিরা আগের নিয়মেই এ বিধানের বাইরে থাকছেন। কিন্তু অন্য ঋণ ও বিলখেলাপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সাত দিন আগেই তা পরিশোধ করতে হবে। সে ক্ষেত্রে এই অন্যদের জন্য খেলাপি ঋণ ও বিল পরিশোধের শেষ সময় আগামীকাল সোমবারই।

নির্বাচন কমিশন গতকাল শনিবার রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো একাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা ও অযোগ্যতাসংক্রান্ত পরিপত্রেও বিষয়টি উল্লেখ করেছে। এতে বলা হয়েছে, ১২ নভেম্বরের মধ্যে এসব ঋণ ও বিল পরিশোধে ব্যর্থ হলে নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না।
সূত্র : কালের কন্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়