শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০১৮, ০৬:৫৭ সকাল
আপডেট : ১১ নভেম্বর, ২০১৮, ০৬:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগে ফিরছেন চট্টগ্রামের সাবেক মেয়র মনজুর

আবুল বাশার নূরু : আওয়ামী লীগে ফিরছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা এম মনজুর আলম। আওয়ামী লীগ হাইকমান্ডের ইশারায় চট্টগ্রাম-১০ আসনে নির্বাচন করতে আজ তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করবেন।

শনিবার বিকেলে এম মনজুর আলম গণমাধ্যমকে বলেন, সিদ্ধান্ত নিয়েছি। রোববার মনোনয়ন ফরম নেব। আওয়ামী লীগে ফিরছেন কি-না, এমন প্রশ্নের জবাবে মনজুর বলেন, আর কোথায় যাব? আর কোথাও যাওয়ার সুযোগ আছে ? আমার ঘর তো এটাই (আওয়ামী লীগ)। আওয়ামী লীগের শীর্ষপর্যায়ের সম্মতিতেই মনজুর মনোনয়ন পত্র সংগ্রহ করছেন বলে তার ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন।

১৯৯৪ সাল থেকে টানা ১৭ বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ছিলেন মনজুর। দক্ষিণ কাট্টলী ওয়ার্ড থেকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুপস্থিতিতে বেশ কয়েকবার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেয়েছিলেন মনজুর।

২০১০ সালের ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হন মনজুর। প্রায় এক লাখ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মহিউদ্দিন চৌধুরীকে পরাজিত করেন তিনি। নির্বাচনে জয়ী হওয়ার পর মনজুরকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা করা হয় মনজুরকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়