শিরোনাম
◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচজন ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০১৮, ০৬:১৭ সকাল
আপডেট : ১১ নভেম্বর, ২০১৮, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাজমহলের মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ নিষিদ্ধ

ডেস্ক রিপোর্ট  : তাজমহলের অভ্যন্তরে অবস্থিত মসজিদে মুসলমানরা আর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। গত ৫ই নভেম্বর, মঙ্গলবার আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) এক বিবৃতিতে জানায়, এখন থেকে তাজমহলের আভ্যন্তরীন মসজিদে স্থানীয়দের জুমার নামাজ আদায় করা ছাড়া আর কোন নামাজ আদায় করা যাবে না।

ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, মূলত গত জুলাই মাসে ভারতীয় সুপ্রিম কোর্টের আদেশই এই সিদ্ধান্তের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।

এই সিদ্ধান্তের মাধ্যমে অস্থানীয় মুসলমানদের জন্য যেকোন সময় তাজমহলের অভ্যন্তরীন মসজিদে নামাজ আদায় করায় নিষেধাজ্ঞা আরোপ করা হল।

স্থানীয় মুসলমানরা শুধু সপ্তাহের একদিন, শুক্রবার দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে বিনা টিকিটে তাজমহল প্রাঙ্গনে প্রবেশ করে জুমার নামাজ আদায় করতে পারবেন। এরপূর্বে স্থানীয়রা এই সুবিধার পাশাপাশি যেকোন দিন এই স্থানে টিকেটের বিনিময়ে প্রবেশ করে নামাজ আদায় করতে পারতেন।

এর আগে গত ৩রা নভেম্বর, রবিবার এএসআই কর্তৃপক্ষ মসজিদের ওযুর জায়গাকে তালাবদ্ধ করে দেয়। এতে পূরাকীর্তিটি দেখতে আসা অনেক মুসলিম পর্যটক তাদের অসন্তোষ প্রকাশ করে।

বিবৃতিতে এএসআই আরও জানায়, শুধু শুক্রবার মসজিদের ইমাম ও অন্যান্য স্টাফরা এতে প্রবেশ করতে পারবেন।

তাজমহল ইন্তেজামিয়া কমিটির প্রেসিডেন্ট সাইয়েদ ইবরাহীম হোসাইন যায়েদী তার প্রতিক্রিয়ায় বলেন, মসজিদে নামাজ বন্ধ করে দেওয়ার কোন কারণই নেই। তিনি বলেন, কেন্দ্রীয় ও রাজ্য, উভয় পর্যায়েই সরকারের মধ্যে মুসলিম বিরোধী চিন্তা কাজ করছে।

এর আগে এ বছরের জানুয়ারীতে আগ্রার এডিশনাল ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেট সকল বহিরাগত মুসলমাদের জন্য শুক্রবার আগ্রার তাজমহলের অভ্যন্তরীন মসজিদে জুমার নামাজ আদায় নিষিদ্ধ করে আদেশ দিয়েছিলেন। তখন অভিযোগ করে বলা হয়, বহিরাগত মুসলমানরা এই সুযোগে বিনা টিকেটে তাজমহলে প্রবেশ করে তাজমহল পরিদর্শনের সুযোগ গ্রহণ করছে।

সুপ্রিম কোর্টে এই বিষয়ে একটি আপিল হলেও রায়ে নিম্ন আদালতের রায়কেই বহাল রাখা হয়।

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের নিদর্শনের অর্ন্তভূক্ত মুঘলদের সাবেক রাজধানী আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত এই স্থাপনাটি ১৬৩২ থেকে ১৬৫৩ সালের মধ্যে মুঘল সম্রাট শাহজাহানের আদেশে তার প্রিয়তম স্ত্রী মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে নির্মান করা হয়। উৎসঃ ইসলামী বার্তা

  • সর্বশেষ
  • জনপ্রিয়