Skip to main content

১৩০ কোটি ডলারে কোডিং কোম্পানি গিটহ্যাব কিনলো মাইক্রোসফট

নূর মাজিদ : প্রায় ১৩০ কোটি ডলার সম-পরিমাণ অর্থ পরিশোধ করে কোডিং কোম্পানি গিটহ্যাব কিনেছে বিল গেটসের মাইক্রোসফট কর্পোরেশন। গতকাল শনিবার বিশ্বের বৃহৎ কম্পিউটার অপারেটিং সিস্টেম নির্মাতা কোম্পানিটি প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, প্রাথমিকভাবে গিঠ্যাব কিনতে ১৩০ কোটি ডলার পরিশোধ করা হয়েছে। তবে কোম্পানিটি মোট ৭৫০ কোটি ডলারে কিনবে মাইক্রোসফট। ইতোপূর্বে চলতি বছরের জুন মাসেই এই ক্রয়চুক্তিতে স্বাক্ষর করে মাইক্রোসফট। তবে মাইক্রোসফট জানিয়েছে,সম্পুন্য নগদ অর্থে গিটহ্যাব কিনছেনা তারা। বাকি ৬২০ কোটি ডলারের মাধ্যমে মাইক্রোসফট গিটহ্যাবের পুঁজিবাজারের সকল দেনা ও বিনিয়োগকারীদের মুনাফা পরিশোধ করবে । মূলত কোম্পানিটির শতভাব স্টক কিনে নেয়ার প্রেক্ষিতে এই ধরণের চুক্তি করে মাইক্রোসফট। কোম্পানিটি এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশে অস্বীকৃতি জানিয়েছে। গিটহ্যাব যুক্তরাষ্ট্রের বাজারে তাদের কোডিং হোস্টিং সেবার জন্য সফটওয়্যার নির্মাতা কোম্পানিগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এরপরেই চলতি বছর কোম্পানিটি কিনে নেয়ার সিদ্ধান্ত নেয় মাইক্রোসফট। রয়টার্স

অন্যান্য সংবাদ