Skip to main content

বগুড়ায় জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর আহত

আরএইচ রফিক, বগুড়া:  মেয়ে জামাইবাড়িতে বেড়াতে এসে এক মাদক ব্যবসায়ী ও মাদকসেবী জেল পুলিশ কনস্টেবলের বেধড়ক পারপিট ও ছুরিকাঘাতে আহত হয়েছেন স্ত্রী, শ্বশুর-শ্বাশুড়ি ও নানা শ্বশুর। তাদের হাসপাতলে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বগুড়া জেলা কারাগারের সরকারি কোয়াটারে। এঘটনায় জেল পুলিশের কনস্টেবল মুহাঃ হাসানকে আটক ও সাময়িক বরখাস্ত করে কর্তব্য থেকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে মনটি জানিয়েছে জেল কর্তৃপক্ষ। এবিষয়ে কারাকর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বিষয়টি জানতে চাওয়া হলে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কনস্টেবল হাসানকে আটক করে কর্মথেকে প্রত্যাহার ও তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। শেষ খবর পর্যন্ত তার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা দায়েরের কথা জানান বগুড়া জেল কর্তৃপক্ষ ।