শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০১৮, ০২:২২ রাত
আপডেট : ১১ নভেম্বর, ২০১৮, ০২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুঞ্জন নয়, নির্বাচন করবেন শাকিব খান

মহিব আল হাসান : ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান শিল্পী সমিতিতে সভাপতি পদে নির্বাচন করবেন। অনেকেই তার নির্বাচনের অংশগ্রহণ করার বিষয়টি গুঞ্জন ভেবে উড়িয়ে দিচ্ছিলেন। বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।

তবে এবার শাকিব জানালেন তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। শাকিব খান সভাপতি পদে আর ডি এ তায়েব সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন।

এ প্রসঙ্গে শাকিব গণমাধ্যমকে জানান, ‘এর আগে আমি দুবার সভাপতি ছিলাম। তখন চলচ্চিত্রের জন্য অনেক উন্নয়ন করেছি। শিল্পীদের পাশে ছিলাম। সেই জন্য নতুন করে তাদের পাশে দাঁড়াতে আবারো নির্বাচনে অংশগ্রহণ করছি। আমি মনে করি, শিল্পী সমিতিকে শুধু রং দিয়ে সাজালে হবে না, ছবির সংখ্যা বাড়াতে হবে। এ বিষয়ে আমাদের ভূমিকা রাখার সুযোগ রয়েছে।’

সাধারণ সম্পাদক পদে ডি এ তায়েবকে নিয়ে শাকিব বলেন, ‘তায়েব ভাই চলচ্চিত্র শিল্পীদের জন্য অনেক কাজ করেন। তবে তিনি তা কখনো প্রকাশ করেন না। নীরবে নিভৃতে তিনি কাজ করছেন। তিনি শিল্পীদের উন্নয়নে ভূমিকা রাখার যোগ্যতা রাখেন। তাঁর মতো একজন মানুষ আমাদের দরকার। এ কারণে তাঁকে নিয়ে নির্বাচন করার চিন্তা করছি।’

উল্লেখ্য গত ৫ মে ২০১৭ সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে মিশা সওদার ও জায়েদ খান বিজয়ী হন। আগামী বছর মে মাসে সমিতির দ্বি-বার্ষিকী নির্বাচন হওয়ার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়