Skip to main content

তাড়াশে বিয়ে বাড়িতে কনের ভাইয়ের মৃত্যুতে শোক

জাকির আকন, চলনবিল: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা শহরের একটি বিয়ে বাড়িতে কনের ছোট ভাইয়ের মৃত্যু হওয়ায় উৎসবের আনন্দে শোক নেমে আসে। বর পক্ষ কনেকে বরের বাড়িতে না নিয়ে কনেই বাড়িতেই রেখে গেছে। উপজেলা শহরের পশু হাসপাতাল রোডের ব্যবসায়ী সোলায়মান হোসেনের বাড়িতে গত শুক্রবার বিকেলে এই মর্মান্তিক দৃশ্যর অবতারণা ঘটনা ঘটেছে । জানা যায়, তাড়াশ উপজেলা ফার্নিচার ব্যবসায়ী সমিতির সভাপতি সোলায়মান হোসেনের কন্যা শুভ (২০) এর বিয়ে উপলক্ষে একদিন আগে থেকে বাড়িতে উৎসবের আনন্দ চলছিল ও সদ্য নির্মিত দোতলা বাড়িটি করা হয়েছিল আলোকসজ্জা ও বাড়ির সামনে পান্ডেল ডেকোরেশান করা হয়েছিল। শুক্রবার বিয়ের দিন বাড়িতে বর ও বরযাত্রী ও অতিথিদের খানা পিনা শেষ, গড়ন্ত বিকেলে বিয়ের রেজিষ্ট শেষে ইসলামী শরিয়ত অনুযায়ী বর ও কনেকে কলেমা পড়ানো হচ্ছিল ঠিক সেই বাড়িতে কনের প্রতিবন্ধী ছোট ভাই নাইম (১৬) এর মৃত্যু খবর গোটা আনন্দ যেন শোকে পরিণত হয় । পুরো বাড়িতেই নেমে আসে শোকের ছায়া । বর পক্ষ বিয়ের কাজ সম্পন্ন করে কনে শুভকে বরের বাড়িতে না নিয়ে কনের বাড়িতেই রেখে যান ।